সৌভাগ্যময় ৯২’র জার্সি ফিরিয়ে আনল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৮ পিএম, ২২ মে ২০১৯

সাম্প্রতিক পারফরম্যান্স হোক কিংবা স্বাগতিক দেশ হিসেবেই হোক- এবারের বিশ্বকাপে ইংল্যান্ড ক্রিকেট দলকে শিরোপার দৌড়ে এগিয়ে রাখছেন অনেকেই। ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতে নেবে ইংলিশরা- এমন ভবিষ্যদ্বাণীও করছেন কেউ কেউ।

এ কথাটি মনে প্রাণে বিশ্বাস করে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। তাই মাঠের খেলার পাশাপাশি, সেরা ফল পাওয়ার জন্য যা করা দরকার মাঠের বাইরেও সেসবের প্রস্তুতি নিয়ে রাখছে তারা। যার অন্যতম হলো এবারের বিশ্বকাপে তাদের জার্সি।

বিশ্বকাপ ইতিহাসে আগের ১১ আসরে ইংল্যান্ডের সেরা সাফল্য তিনবার রানার্সআপ হওয়া। ঘরের মাঠে হওয়া ১৯৭৯ সালের বিশ্বকাপ, ১৯৮৭ সালে উপমহাদেশের প্রথম বিশ্বকাপ এবং ১৯৯২ সালে হওয়া অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের প্রথম বিশ্বকাপে ফাইনাল পর্যন্ত গিয়েছিল ইংলিশ ক্রিকেট দল।

England-jersey

তাই এবার নিজেদের শেষবার ফাইনাল খেলার স্মৃতি ফিরিয়ে এনেছে তারা। এবারের বিশ্বকাপের জার্সিটি বানিয়েছে ১৯৯২ সালের জার্সির আদলে। এছাড়াও ২৭ বছর আগের সে বিশ্বকাপ এবং এবারের বিশ্বকাপের ফরম্যাট হুবহু।

ঘরের মাঠের বিশ্বকাপে সেবারের সাফল্যকে ছাড়িয়ে যাওয়ার জন্য ১৯৯২ সালের বিশ্বকাপের আদলেই জার্সি বানিয়েছে তাদের অফিসিয়াল জার্সি প্রস্তুতকারক প্রতিষ্ঠান নিউ ব্যালেন্স। যেখানে বৈসাদৃশ্য শুধুমাত্র একটি- ১৯৯২ সালের জার্সিতে তাদের পতাকার রঙ সাদা ও লালের অস্তিত্ব থাকলেও, এবারের জার্সিতে নেই সেটি।

তবে এটিকে বড় কোনো ইস্যু হিসেবে না ধরে, সৌভাগ্যের জার্সি গায়ে চাপিয়ে ১৯৯২ সালের সাফল্যকেও ছাপিয়ে যেতে চায় ইংলিশরা। সে লক্ষ্যে তাদের বিশ্বকাপ মিশন শুরু হবে আগামী ৩০ মে। উদ্বোধনী ম্যাচে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

এসএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।