বিশ্বকাপে সুযোগ পাবেন, স্বপ্নে দেখেছিলেন ওয়াহাব

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:২০ পিএম, ২২ মে ২০১৯

কয়েকদিন পরই ইংল্যান্ডে বসছে বিশ্বকাপ ক্রিকেটের দ্বাদশ আসর। ক্রিকেটের সবচেয়ে বড় এই মহারণে যোগ দিতে ইতিমধ্যেই ইংল্যান্ড পাড়ি জমিয়েছে বিশ্বকাপে অংশ নেওয়া প্রায় সব দেশ। এর আগেই ঘোষণা করেছে নিজেদের বিশ্বকাপ স্কোয়াড।

আইসিসির নিয়মানুযায়ী বিশ্বকাপের ঘোষিত দলে কোনো কারণ ছাড়াই ২৩ মে পর্যন্ত পরিবর্তন আনার সুযোগ ছিলো দলগুলোর সামনে। ক্রিকেটের সর্ব্বোচ্চ সংস্থার এই নিয়মের সুযোগ নিয়েছে পাকিস্তান ও স্বাগতিক ইংল্যান্ড।

পাকিস্তানের ঘোষিত বিশ্বকাপ দলে এসেছে তিন পরিবর্তন। মূলত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ভরাডুবির কারণেই পাকিস্তান দলে এসেছে এতো বড় রদবদল। পাকিস্তান দলের এই পরিবর্তনে দলে সুযোগ পেয়েছেন পেসার ওয়াহাব রিয়াজ।

তবে দলে সুযোগ পাওয়ার ১০ দিন আগেই তিনি সুযোগ পাওয়ার ব্যাপারে স্বপ্ন দেখেছিলেন। যা জানা গিয়েছে ওয়াহাব রিয়াজের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে। যেখানে ওয়াহাব বলেন, ‘আমি স্বপ্নে দেখেছিলাম আমি মিকি ও সরফরাজের সঙ্গে দেখা করেছি। তারা কখনও আমাকে গ্রহণ করছে আবার কখনও ফিরিয়ে দিচ্ছে। প্রায় ১০ দিন আগে আমি স্বপ্নে দেখি ইনজি ভাই (ইনজামাম উল হক) আমাকে ফোন করেছেন। তিনি আমাকে বলছেন আমি দলে সুযোগ পেয়েছি এবং এটাই আমার শেষ সুযোগ। বাস্তবেও একই ঘটনা ঘটলো।’

নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিশ্বকাপে ভালো কিছু করতে চান বলে জানিয়েছেন ওয়াহাব। তিনি আরও বলেন, ‘আমি ইংল্যান্ডে খুব বেশি ওয়ানডে খেলিনি। তবে সেখানে টেস্ট ম্যাচ খেলেছি। সেখানকার কন্ডিশন সম্পর্কে তাই আমার ধারণা আছে। যেহেতু আমি আমার অভিজ্ঞতার জন্য সুযোগ পেয়েছি তাই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভালো কিছু করার চাপ তো থাকবেই।’

বিশ্বকাপ দলে সুযোগ পেয়ে বেশ অবাকই হয়েছিলেন ওয়াহাব। এমনকি পাকস্তানের প্রধান নির্বাচক ইনজামামের ফোন পেয়েও বিশ্বাস করতে পারেননি যে আসলেই সুযোগ পেয়েছেন।

এ বিষয়ে তিনি বলেন, ‘সেদিন মধ্যরাতে রাতে আমি জানতে পারি বিশ্বকাপ খেলতে ইংল্যান্ড যাচ্ছি। আমি আসলে বিশ্বাসই করতে পারছিলাম না ইনজি ভাই (পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম উল হক) আমাকে ফোন করেছেন। আমি উনাকে জিজ্ঞেস করছিলাম আমি কোথায় যাবো? উনি জবাবে বলেছিলেন, তোমাকে নিশ্চয়ই রাওয়ালপিন্ডিতে কোনো ম্যাচের জন্য ফোন করিনি, তুমি বিশ্বকাপ খেলতে যাচ্ছো।’

এমএইচবি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।