শাহজাদের সেঞ্চুরি নাইবের বোলিং তাণ্ডবে আফগানদের বড় জয়

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৩৫ এএম, ২২ মে ২০১৯

দলের বড় জয়ের ভিতটা গড়ে দিলেন মোহাম্মদ শাহজাদ, ব্যাট হাতে। বল হাতে পরে বাকি কাজটুকু সারলেন অধিনায়ক গুলবাদিন নাইব।

এই যুগলের পারফরম্যান্সে ভর করে বেলফাস্টে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক আয়ারল্যান্ডকে ১২৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। এই জয়ে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করেছে তারা।

টস জিতে ব্যাট করতে নেমে শাহজাদের সেঞ্চুরিতে বড় সংগ্রহের ভিত পেয়ে যায় আফগানিস্তান। ৮৮ বলে ১৬ বাউন্ডারিতে ১০১ রানের এক ঝড়ো ইনিংস খেলেন আফগান ওপেনার।

রহমত শাহ ৬১, হাসমতউল্লাহ শহীদির ব্যাট থেকে আসে ৪৭ রান। আর শেষদিকে ৩৩ বলে হার না মানা ৬০ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন নাজিবুল্লাহ জাদরান। তার ইনিংসটি ছিল ৬ বাউন্ডারি আর ৩ ছক্কায় সাজানো।

আয়ারল্যান্ডের পক্ষে মার্ক এডায়ার ৩টি আর অ্যান্ডি ম্যাকব্রিন ২টি উইকেট শিকার করেন।

৩০৬ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৪১.২ ওভারেই ১৭৯ রানে গুটিয়ে যায় আইরিশদের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করে ওপেনার পল স্টার্লিং। বাকিদের মধ্যে কেউ চল্লিশের ঘরও ছুঁতে পারেননি।

আয়ারল্যান্ডের ইনিংসে ধ্বংসযজ্ঞের মূল হোতা আফগান অধিনায়ক গুলবাদিন নাইব। ৪৬ রান খরচায় একাই ৬ উইকেট নিয়েছেন এই পেসার।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।