সাইড স্ট্রেইনে ভুগছেন সাকিব!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:২৩ এএম, ১৬ মে ২০১৯

বিশ্বকাপের আগে কি তবে বড় ধরনের শঙ্কার মধ্যে পড়ে গেলো বাংলাদেশ। টানা ইনজুরিতে থাকা সাকিব আল হাসান কি আবারও ইনজুরিতে পড়ে গেলেন! ঠিক এখনও বোঝা যাচ্ছে না। কিংবা দলীয় কোনো সূত্র থেকে এখনও এ ব্যাপারে আপডেট জানানো হয়নি। তবে জনপ্রিয় ক্রিকেট ওয়েব সাইট ইএসপিএন ক্রিকইনফো জানাচ্ছে, সম্ভবত সাইড স্ট্রেইনে ভুগছেন সাকিব আল হাসান।

বাংলাদেশ যখন আয়ারল্যান্ডের ছুড়ে দেয়া ২৯২ রানের জবাবে ব্যাট করছিল, তাতে সাকিব আল হাসানের অবদান ৫০ রান। ৫১তম বলে হাফ সেঞ্চুরি পূরণ করার পরই বাম পাশে ব্যাথা অনুভব করেন।

বাংলাদেশ দলের তখন ৩৬তম ওভারের খেলা চলছিল। তার এক ওভার আগেই দেখা যাচ্ছেল এক পাশে হাত দিয়ে ঢলছিলেন। তখন মাঠে নেমে আসেন ফিজিও থিহান চন্দ্রমোহন। বেশ কয়েকমিনিট তিনি চেষ্টা করেন ব্যাথা কমানোর। এরপর সাকিব সিদ্ধান্ত নেন ব্যাটিং চালিয়ে নেয়ার।

কিন্তু ৩৬তম ওভারে এসে হাফ সেঞ্চুরি পূরণ করেন। জসুয়া লিটলকে পুল করে বাউন্ডারি মারার পর বুঝতে পারেন, তার পক্ষে আর ব্যাট করা সম্ভব নয়। এরপরই মাঠ ছেড়ে উঠে যান।

এর আগে গত এক বছরে বেশ কয়েকবার আঙ্গুলের ইনজুরিতে ভুগছিলেন সাকিব। যে কারণে অনেকগুলো সিরিজ এবং ম্যাচ খেলতে পারেননি তিনি।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।