৩৬ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন ইমাম উল হক

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ১৫ মে ২০১৯

অল্প কদিনেই পাকিস্তান দলের ব্যাটিং স্তম্ভ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন ইমাম উল হক। ব্যাটে তার রীতিমত রানের ফোয়ারা ছুটছে। এবার ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেবের ৩৬ বছরের পুরোনো এক রেকর্ড ভেঙে দিলেন পাকিস্তানি এই ওপেনার।

মঙ্গলবার ব্রিস্টলে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ১৫১ রানের চোখ ধাঁধানো এক ইনিংস খেলেন ইমাম উল হক। যদিও দলকে জেতাতে পারেননি। কিন্তু তার ওই ক্যারিয়ারসেরা ইনিংসে ভর করেই ৩৫৮ রানের বড় সংগ্রহ পেয়েছিল পাকিস্তান।

দল হারলেও বড় এক রেকর্ডে নাম লিখিয়ে ফেলেছেন ২৩ বছর বয়সী ইমাম। সেটি হলো সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে দেড়শোর্ধ্ব ইনিংস খেলার রেকর্ড।

ইমামের আগে এই রেকর্ডটি এতদিন দখলে ছিল ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেবের। ১৯৮৩ সালের বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে হার না মানা ১৭৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি, যখন কপিলের বয়স ছিল ২৪ বছর।

৩৬ বছর পর ওই রেকর্ডটি নিজের করে নিলেন ইমাম। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ১৩১ বলে গড়া তার ১৫১ রানের ঝড়ো ইনিংসটি ছিল ১৬ বাউন্ডারি আর ১ ছক্কায় সাজানো।

এমএমআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।