ইংলিশ অধিনায়ক মরগান নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:২৩ পিএম, ১৫ মে ২০১৯

দল আছে দুর্দান্ত ছন্দে। এমন সময়ে নিষেধাজ্ঞার কবলে পড়লেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান। মঙ্গলবার ব্রিস্টলে পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডের পর নিষিদ্ধ হয়েছেন তিনি।

কারণ কি? ওই ম্যাচে স্লো ওভার রেটের দায়ে অভিযুক্ত হয়েছে মরগান। এতে তাকে এক ওয়ানডের জন্য নিষিদ্ধ করা হয়েছে, জরিমানা করা হয়েছে ম্যাচ ফির ৪০ ভাগ। সেইসঙ্গে ইংল্যান্ড দলের বাকি খেলোয়াড়দেরও ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।

আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন জানিয়েছেন, সিরিজের তৃতীয় ওয়ানডেতে নির্দিষ্ট সময়ে দুই ওভার পিছিয়ে ছিল মরগানের দল। সেজন্য এই শাস্তি।

এক ম্যাচ নিষিদ্ধ হওয়ায় পাকিস্তানের বিপক্ষে শুক্রবার সিরিজের চতুর্থ ওয়ানডেটি খেলতে পারবেন না মরগান। ছন্দে থাকা দলের জন্য এটি বড় দুঃসংবাদই।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। পরের দুই ওয়ানডেতেই জয় পেয়েছে ইংল্যান্ড। দুটিতেই সাড়ে তিনশোর উপর রান করেও জিততে পারেনি পাকিস্তান। একবার রান তাড়ায় পিছিয়ে ছিল, আরেকবার প্রথমে ব্যাট করে হেরেছে।

এমএমআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।