দূর দেশে বসে মাকে স্মরণ করলেন টাইগার ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:১১ পিএম, ১২ মে ২০১৯

দেশে থাকলে নিজেদের মায়ের সঙ্গেই কাটাতে পারতেন দিনটি, বাসায় বসে মায়ের সঙ্গে কাটাতেন ভালো মুহূর্ত। কিন্তু জাতীয় দলের খেলা থাকায় টাইগার ক্রিকেটাররা এখন দূর পরবাসে, আয়ারল্যান্ডে। ত্রিদেশীয় সিরিজ শেষে আবার বিশ্বকাপ খেলতে চলে যাবেন ইংল্যান্ডে।

এরই মাঝে আজ বিশ্ব মা দিবসের আবেগ ছুঁয়ে গেছে দলের প্রায় সব ক্রিকেটারকে। দূর দেশে বসেই সবাই স্মরণ করেছেন নিজ নিজ মায়েদের, দোয়া করেছেন বিশ্বের সকল মায়ের জন্য। যা তারা প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

মায়েদের পৃথিবীর সবচেয়ে দক্ষ অলরাউন্ডার আখ্যা দিয়ে সাকিব আল হাসান লিখেছেন, ‘আমাদের সবার পরিবারের সবদিক ঠিকঠাক রাখতে মায়ের ভূমিকাই সবচেয়ে বেশি। ঘরে কিংবা বাইরে, মায়েরা দুই জায়গাতেই আমাদের সামলে রাখেন পরম মমতায়। যত্ন ও ভালোবাসার সাথে সংসারে স্বচ্ছলতা আনায় তাদের অবদানও অপরিসীম। পৃথিবীর সবচেয়ে দক্ষ অলরাউন্ডার আমাদের এই মায়েরাই।’

Mushfiq

আবেগী চরিত্র হিসেবে জাতীয় দলে বিশেষ পরিচিতি রয়েছে মুশফিকুর রহীমের। মা দিবসে তিনি একসঙ্গে স্মরণ করেছেন নিজের মা, শাশুড়ি মা এবং নিজের সন্তানের মাকে। তিনজনের ছবি একসঙ্গে আপলোড করে তিনি লিখেন, ‘পৃথিবীর সকল মাকে মা দিবসের শুভেচ্ছা। বিশেষ করে ছবিতে থাকা এই তিন মাকে। আপনারা সত্যিই অসাধারণ, অনিন্দ্য সুন্দর এবং আমার পৃথিবীতে সবচেয়ে বড় আশীর্বাদ। কৃতজ্ঞতা।’

মায়ের সঙ্গে একটি ছবি আপলোড করে তামিম ইকবাল লিখেছেন, ‘সকল মা’য়েদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা।’

জাতীয় দলের কণিষ্ঠতম সদস্য মেহেদি হাসান মিরাজ মা দিবসের শুভেচ্ছা জানিয়ে লিখেন, ‘সারা বিশ্বের সকল মায়েদের মা দিবসের শুভেচ্ছা। সবাই দয়া করে নিজের মায়ের মুখে হাসি ফোঁটানোর জন্য অল্প কিছু হলেও করবেন।’

নিজের মাকে সাফল্যের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করে মোস্তাফিজুর রহমান লিখেছেন, ‘মা, তুমিই আমার জীবনের সকল সফলতার অনুপ্রেরণা। তোমার সহায়তা এবং ভালোবাসা ছাড়া আমি এতদূর আসতে পারতাম না। আমি তোমাকে ভালোবাসি মা। সবাইকে মা দিবসের শুভেচ্ছা।’

Liton

বছরের সবদিনকে মা দিবস উল্লেখ করে সৌম্য সরকার লিখেছেন, ‘পৃথিবীর সকল মায়েদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা। যদিও বছরের সব দিনই মা দিবস, তবুও আজকের দিনটা বিশেষ উপলক্ষ। এ দিনে মায়েদের প্রতি ভালোবাসা এবং যত্ন নিন। সবাইকে মা দিবসের শুভেচ্ছা।’

নিজের মায়ের সঙ্গে ছবি আপলোড করে লিটন কুমার দাস লিখেছেন, ‘সবাইকে মা দিবসের শুভেচ্ছা।’

Sabbir

জাতীয় দলের ড্যাশিং ব্যাটসম্যান সাব্বির রহমান বিশদ এক বার্তাই দিয়েছেন মা দিবস উপলক্ষে। যেখানে তিনি লিখেছেন, ‘মা পৃথিবীর শ্রেষ্ঠতম একটি নাম। মায়ের চেয়ে সহজ, গভীর কোন অনুভূতি নেই। মায়ের ভালোবাসা হয়তো পৃথিবীর কোন দাড়ি পাল্লায় মাপা সম্ভব নয়।

পৃথিবীর সব কিছু পরিবর্তনশীল কিন্তু মায়ের ভালোবাসা কখনো পরিবর্তন হয় না। সেই ছোট ছোট পায়ে তোমার হাত ধরে পথ চলতে চলতে এই পর্যন্ত এসেছি এর পেছনে তোমার অবদান শীর্ষে মা। তুমি আমার জীবনের প্রথম দেখা সেই জন যাকে আল্লাহ তার অনুপস্থিতিতে আমার কাছে পাঠিয়েছে তুমি আমার জীবনের পথ চলা থেকে শুরু করে জীবনের শ্রেষ্ঠ এবং ভাল একজন মানুষ হিসেবে তৈরী করেছ।

তোমার তুলনা কারো সাথে হয় না মা। প্রথম দিন থেকে জীবনের শেষ দিন পর্যন্ত আমি শুধু তোমার দোয়া নিয়ে বেঁচে থাকতে চাই। আল্লাহতায়ালা যেন তোমার আয়ু হাজার বছর বাড়িয়ে দেয় এবং তোমার হাতটা সারা জীবন যাতে ছায়ার মত আমার মাথার উপর থাকে। তোমাকে সত্যিই অনেক ভালবাসি মা।’

এসএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।