ত্রিদেশীয় সিরিজের পরই তাসকিনকে নিয়ে সিদ্ধান্ত

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:০৪ পিএম, ১১ মে ২০১৯

বিশ্বকাপ দল ঘোষণার পরও এটা নিয়ে কথা হয়েছে, আবারও কথা হচ্ছে ত্রিদেশীয় সিরিজ চলার সময়। ইস্যু সেই তাসকিন আহমেদ। চোট থেকে ফেরার পর নিজেকে ফিরে পাওয়ার সময়টা পাননি, এরই মধ্যে ঘোষণা হলো বিশ্বকাপ দল। জায়গা হলো না তাসকিনের।

দল ঘোষণার পর সমর্থকদের একটা অংশ তাসকিনকে নিয়ে সরব ছিল, এমন দ্রুতগতির ফাস্টবোলারকে বিশ্বকাপের মতো বড় আসরে সুযোগ কেন দেয়া হলো না, কেন তাকে একটু সময় দেয়া হলো না!

তাসকিনও বাদ পড়ার পর হতাশা গোপন করতে পারেননি। গণমাধ্যমের সামনে কথা বলতে গিয়ে কেঁদে দিয়েছিলেন। তবে বিশ্বকাপ দলে জায়গা না দিলেও আয়ারল্যান্ড সিরিজে ডানহাতি এই পেসারকে একটা সুযোগ দেন নির্বাচকরা। মূল সিরিজে এখন পর্যন্ত নামতে পারেননি তাসকিন, তবে প্রস্তুতি ম্যাচে ৩ উইকেট নিয়ে আবারও নজরে এসেছেন।

এরই মধ্যে খবর, বিশ্বকাপ দলে থাকা আবু জায়েদ রাহি নাকি পুরোপুরি ফিট নন। তার বদলে তাই বিশ্বকাপে জায়গা করে নিচ্ছেন তাসকিন। জানা গেল, অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা আর কোচ স্টিভ রোডস নাকি দলে একজন এক্সপ্রেস ফাস্টবোলার খুব করেই চাইছেন। তাই তাসকিনের কথা নতুন করে ভাবা।

TASKIN.jpg

তবে আসলেই তাসকিন বিশ্বকাপ স্কোয়াডে ঢুকে যাচ্ছেন কি না, সেটি এখনও নিশ্চিত নয়। এই বিষয়েই আজ বিকেলে গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সাথে কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

পাপন জানান, তাসকিনের বিষয়ে নাকি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আয়ারল্যান্ডে চলতি ত্রিদেশীয় সিরিজের পর সেই সিদ্ধান্ত হবে। বিসিবি সভাপতির ভাষায়, ‘এখনো কোন সিদ্ধান্ত হয়নি। তিন জাতি আসরের পর প্র্যাকটিস দেখা হবে। কোচের একটা চাওয়া আছে, যেহেতু (তাসকিনের) হাইট ভালো, পেসও আছে। তবে সে এখনো পুরোপুরি ফিট না। তার ফিটনেস লেভেল এবং পারফরমেন্স আপ টু দ্য মার্ক না। প্রস্তুতি ম্যাচে তিন উইকেট পেলেও তার বোলিং তেমন ভালো হয়নি।’

আগামী ২৩ মে পর্যন্ত আইসিসির অনুমোদন ছাড়াই বিশ্বকাপ দলে পরিবর্তন আনা যাবে। চলতি সিরিজের পর সবকিছু ভেবে তারপর সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন পাপন, ‘আয়ারল্যান্ডে তিন জাতি আসরের পরও দলে রদবদল আনার জন্য প্রায় সপ্তাহ খানেক (২৩ মে ) সময় থাকবে। আমরা ঐ সময়টুকু খুঁটিয়ে দেখবো, তারপর চূড়ান্ত কিছু বলা যাবে।’

এআরবি/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।