পাকিস্তান একাদশে নেই আমির, ইংল্যান্ডে আর্চার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ১১ মে ২০১৯

প্রথম ওয়ানডে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। সাউদাম্পটনে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতেছেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ, বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অর্থাৎ ইংল্যান্ড প্রথমে ব্যাটিং করবে।

পাকিস্তান একাদশে ফিরেছেন লেগস্পিনার ইয়াসির শাহ। বাদ পড়েছেন বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়া পেসার মোহাম্মদ আমির।

ইংল্যান্ড একাদশেও আছে চমক। বাদ পড়েছেন বিশ্বকাপের দৌড়ে থাকা অলরাউন্ডার জোফরা আর্চার। জেমস ভিন্সের জায়গায় এসেছেন ওপেনার জেসন রয়, জো ডেনলির বদলে মঈন আলি।

ইংল্যান্ড একাদশ : জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মরগান, জস বাটলার, বেন স্টোকস, মঈন আলি, আদিল রশিদ, ক্রিস ওকস, ডেভিড উইলি, লিয়াম প্লাংকেট।

পাকিস্তান একাদশ : ইমাম উল হক, ফাখর জামান, বাবর আজম, হারিস সোহেল, সরফরাজ আহমেদ, আসিফ আলি, ইমাদ ওয়াসিম, ফাহিম আশরাফ, হাসান আলি, শাহীন শাহ আফ্রিদি, ইয়াসির শাহ।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।