ফাইনালে উঠতে চেন্নাইয়ের দরকার ১৪৮ রান

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ১০ মে ২০১৯

ফাইনালে উঠার মহাগুরুত্বপূর্ণ লড়াই। কিন্তু এমন এক ম্যাচে দিল্লি ক্যাপিটালসের ব্যাটসম্যানরা স্নায়ুচাপটা ধরে রাখতে পারলেন না। বিশাখাপত্তমে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৯ উইকেটে ১৪৭ রানেই থেমেছে দিল্লির ইনিংস।

টস হেরে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে দিল্লি। কোনো ব্যাটসম্যানই হাল ধরে খেলতে পারেননি। যা একটু চেষ্টা করেছিলেন দলের সেরা তারকা রিশাভ পান্ত। কিন্তু তার ইনিংসটিও থামে ২৫ বলে ৩৮ রানে।

২৭ রান করেন কলিন মুনরো। কিন্তু সেটা মোটেই টি-টোয়েন্টির সঙ্গে মানানসই ইনিংস ছিল না। ৪ বাউন্ডারি হাঁকিয়েও মুনরো যে খরচ করেন ২৪টি বল। বাকিদের মধ্যে বিশের ঘরও কেউ ছুঁতে পারেননি।

পৃথ্বি শ ৬ বলে করেন ৫ রান, অধিনায়ক শ্রেয়াস আয়ার ১৩ রান করতে খরচা ১৮ বল, শিখর ধাওয়ান করেন ১৪ বলে ১৮, শেরফান রাদারফোর্ড ১২ বলে ১০ রান-ভরসা করার মতো ব্যাটসম্যানরা যখন এভাবে ব্যর্থ হয়ে সাজঘরে ফেরেন, তখন আর পুঁজি বড় হয় কি করে!

চেন্নাইয়ের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন দীপক চাহার, হরভজন সিং, রবীন্দ্র জাদেজা আর ড্যারেন ব্রাভো।

এমএমআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।