রেকর্ডে ওয়েস্ট ইন্ডিজের থেকে দ্বিগুণ এগিয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:০০ পিএম, ০৭ মে ২০১৯

ত্রিদেশীয় সিরিজে আজ (মঙ্গলবার) নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ। ডানেডিনের ক্যাসল এভিনিউতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে।

ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা হয়েছে দুর্দান্ত। উদ্বোধনী জুটিতে বিশ্বরেকর্ড গড়ে স্বাগতিক আয়ারল্যান্ডকে ১৯৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ক্যারিবীয়রা।

এই দলটিতে আবার তাদের বিশ্বকাপ দলের ৬ জন নেই। তারপরও কত ভয়ংকর এই ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ কি এমন একটি দলের সঙ্গে পারবে?

সাম্প্রতিক পরিসংখ্যান দেখলে কিন্তু বাজিটা আপনাকে ধরতে হবে বাংলাদেশের পক্ষেই। দেশ আর দেশের বাইরে-মুখোমুখি দেখায় সর্বশেষ দুই সিরিজেই ক্যারিবীয়দের হারিয়েছে টাইগাররা।

২০১৮ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ত্রিদেশীয় সিরিজে মাশরাফি বিন মর্তুজার দল জিতেছিল ২-১ ব্যবধানে। একই বছরের ডিসেম্বরে ফিরতি সিরিজেও তাদের একই ব্যবধানে হারায় বাংলাদেশ।

অর্থাৎ সর্বশেষ ৬ দেখায় ৪ বারই জয়ের হাসি হেসেছে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজ যেখানে জিতেছে ২টি ম্যাচ। অর্থাৎ আজ দ্বিগুণ এগিয়ে থাকা পরিসংখ্যান নিয়েই ক্যারিবীয়দের বিপক্ষে খেলতে নামছে মাশরাফির দল। বিষয়টা বেশ আশাব্যঞ্জকই!

এমএমআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।