উড়তে থাকা ওয়েস্ট ইন্ডিজকে মাটিতে নামাতে পারবে টাইগাররা?

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০২:২৯ পিএম, ০৭ মে ২০১৯

প্রস্তুতি ম্যাচের ফলের গুরুত্ব কম বেশি যা-ই থাকুক না কেন, ইতিহাস জানাচ্ছে দুই বছর আগে এই যুক্তরাজ্যের মাটিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নামার আগে আয়ারল্যান্ডেই নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের সঙ্গে তিনজাতি টুর্নামেন্টে অংশ নিয়েছিল বাংলাদেশ।

সে আসরের ফাইনাল খেলা মাশরাফির দল তিনজাতি টুর্নামেন্টের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে আইরিশ 'এ' দলকে হারিয়েছিল ১৯৯ রানের বিরাট ব্যবধানে। তার পরের খবর সবার জানা, আইরিশদের দুইবার হারিয়ে টুর্নামেন্টে রানারআপ হয়েছিল টাইগাররা। সেই ভালো খেলার সুখস্মৃতি নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব-মাহমুদউল্লাহর জোড়া সেঞ্চুরিতে সাজানো রেকর্ড জুটিতে ভর করে ধরা দিয়েছিল এক ঐতিহাসিক জয়। সে জয়ে প্রথমবারের মতো কোনো বিশ্ব আসরে সেমিফাইনালে খেলার টিকিটও নিশ্চিত হয়েছিল।

পরবর্তীতে ভারতের কাছে সেমির যুদ্ধে হার মানলেও ২০১৭ সালের মে-জুনে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেরা চারে নাম লিখিয়েছিল মাশরাফি বিন মর্তুজার দল। এবার বিশ্বকাপের আগে কাকতালীয়ভাবে আবারও সেই আয়ারল্যান্ডে তিন জাতি টুর্নামেন্ট। এবার স্বাগতিকদের সাথে টাইগারদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।

৪৮ ঘন্টা আগে প্রস্তুতি ম্যাচে আইরিশ 'এ' দলের কাছে বড় ব্যবধানে হারের অস্বস্তি নিয়েই কয়েক ঘন্টা পর ডাবলিনের ক্যাসল এভিনিউতে ক্যারিবীয়দের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।

মাশরাফি-তামিম-সাকিব-মাহমুদউল্লাহ-মুশফিকরা নিজেদের ফিরে পেতে উম্মুখ। অন্যদিকে বিশ্বকাপ স্কোয়াডের ৬ ক্রিকেটার ছাড়াই প্রথমদিন আয়ারল্যান্ডকে উড়িয়ে আকাশছোঁয়া আত্মবিশ্বাসী ওয়েস্ট ইন্ডিজ।

বড় তারকারা নেই, অথচ আইরিশদের বিপক্ষে ১৯৬ রানের বড় জয় পেয়েছে ক্যারিবীয়রা। সেটাও আবার উদ্বোধনী জুটিতে বিশ্বরেকর্ড গড়ে, শাই হোপ আর জন ক্যাম্পবেল গড়েন ৩৬৫ রানের জুটি।

বাংলাদেশ অধিনায়ক মাশরাফিও প্রতিপক্ষকে নিয়ে ভীষণ সতর্ক। সোমবার তিনি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের কিছু খেলোয়াড় আছে যারা, আমরা জানি একা হাতে ম্যাচ শেষ করতে পারে। শাই হোপের বিপক্ষে দেশের মাঠেও আমাদের ভুগতে হয়েছে, ড্যারেন ব্রাভো আছে। আরও কিছু খেলোয়াড় আছে ভালো। ওদের পেস আক্রমণও ভালো। কাল (রোববার) ওরা ভাল একটা ম্যাচ খেলেছে। আমরাও প্রস্তুতি ম্যাচ খেলেছি। কাল (মঙ্গলবার) আমাদের কাজগুলো ঠিকভাবে প্রয়োগ করছি কি না সেটা দেখাতে হবে।’

মাশরাফির এই ঠিকভাবে প্রয়োগের মন্ত্র যেন ছড়িয়ে পড়ে সতীর্থদের মধ্যেও।

এআরবি/এমএমআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।