পুরান-কুরানের ঝড়ো ব্যাটে বড় পুঁজি পাঞ্জাবের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:২৩ পিএম, ০৩ মে ২০১৯

শুরুতে বেশ বিপদেই পড়েছিল কিংস ইলেভেন পাঞ্জাব। তবে নিকোলাস পুরান আর স্যাম কুরানের ঝড়ো ব্যাটে চড়ে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৬ উইকেটে ১৮৩ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব।

টস হেরে ব্যাট করতে নেমে ২২ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে বসে পাঞ্জাব। ক্রিস গেইল ১৪টি বল খেলে করেন মাত্র ১৪ রান। লোকেশ রাহুল ফেরেন ২ রানেই। দুই ওপেনারের উইকেটই তুলে নেন সন্দ্বীপ ওয়ারিয়র।

তিন নাম্বারে নেমে মায়াঙ্ক আগারওয়েল ২৬ বলে করেন ৩৬ রান। চারে নিকোলাস পুরান ২৭ বলে ৩ বাউন্ডারি আর ৪ ছক্কায় খেলে দেন ৪৮ রানের ঝড়ো ইনিংস। ১৭ বলে ২৫ আসে মানদ্বীপ সিংয়ের উইলো থেকে।

পরের দায়িত্বটা বলতে গেলে একাই পালন করেছেন স্যাম কুরান। পাঞ্জাব অলরাউন্ডার ২৪ বলে খেলেন ৫৫ রানের ভয়ংকর এক ইনিংস, যে ইনিংসে ৭টি চারের সঙ্গে ছিল ২টি ছক্কার মার।

কলকাতা নাইট রাইডার্সের ওয়ারিয়র ২টি আর একটি করে উইকেট নেন গার্নে, আন্দ্রে রাসেল আর নীতিশ রানা।

এমএমআর/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।