ডাবলিনে ঘাম ঝরালো টাইগাররা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৫২ পিএম, ০৩ মে ২০১৯

স্বাগতিক আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন অবস্থান করছে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে।

এই সিরিজকে সামনে রেখে আজ (শুক্রবার) প্রেমবোর্ক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেছেন মাশরাফি-মুশফিক-মোস্তাফিজরা। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, রানিংসহ ঘাম ঝরানো অনুশীলনই হয়েছে তাদের।

টুর্নামেন্ট শুরু হবে ৫ মে। তবে প্রথম ম্যাচটি স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের। ক্লন্টার্কে হবে এই ম্যাচটি। বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ মে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, সেই ম্যাচটিও হবে ক্লন্টার্কে।

তবে এর মধ্যে বসে থাকবে না মাশরাফি বিন মর্তুজার দল। ত্রিদেশীয় সিরিজ শুরুর দিনেই আয়ারল্যান্ড 'এ' দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।

tiger

আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের মালাহাইড এবং অদূরবর্তী ক্লন্টার্কে পালাবদল করে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ম্যাচগুলো। সবগুলো ম্যাচই শুরু হবে স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিট)। অর্থাৎ সবগুলো ম্যাচই হবে দিনে। ফ্লাডলাইটের আলোয় খেলতে হবে না কোনো ম্যাচ।

ত্রিদেশীয় সিরিজের পূর্ণাঙ্গ সূচি:
৫ মে: আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, ক্লন্টার্ক
৭ মে: ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ, ক্লন্টার্ক
৯ মে: আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ, মালাহাইড
১১ মে: আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, মালাহাইড
১৩ মে: ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ, মালাহাইড
১৫ মে: আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ, ক্লন্টার্ক
১৭ মে: ফাইনাল, মালাহাইড

এআরবি/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।