ওয়ানডে স্ট্যাটাস পেল আরও দুই দল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৪৭ পিএম, ২৫ এপ্রিল ২০১৯

আইসিসির ওয়ানডে স্ট্যাটাস পেল আরও দুই দল। দল দুটি হলো-যুক্তরাষ্ট্র এবং ওমান। ওয়ানডে স্ট্যাটাস পাওয়ায় এখন থেকে টেস্ট খেলুড়ে দলগুলোর সঙ্গে খেলতে পারবে তারা।

ক্রিকেট কাউন্সিলের সহযোগী সদস্য দেশ নামিবিয়ায় অনুষ্ঠিত আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগে হংকংকে ৮৪ রানে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ওয়ানডে স্ট্যাটাস পেয়েছে যুক্তরাষ্ট্র। আর নামিবিয়াকে ৪ উইকেটে হারিয়ে এই মর্যাদা অর্জন করেছে মুসলিম দেশ ওমান।

ইউনাইটেড ক্রিকেট ক্লাবে হাভিয়ের মার্শালের প্রথম আনুষ্ঠানিক আন্তর্জাতিক সেঞ্চুরিতে ভর করে ৮ উইকেটে ২৮০ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল যুক্তরাষ্ট্র। জবাবে ৭ উইকেটে ১৯৬ রানেই থামে হংকংয়ের ইনিংস।

দিনের আরেক ম্যাচে ৯ উইকেটে ২১৩ রানেই থামে নামিবিয়ার ইনিংস। জবাবে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ওমান।

দিনের দ্বিতীয় দল হিসেবে ওয়ানডে স্ট্যাটাস পেয়েছে ওমান। যুক্তরাষ্ট্রের ৪৫ মিনিট পর তারা এই মর্যাদা লাভ করে। চার বছর আগে টি-টোয়েন্টি স্ট্যাটাস অর্জন করে ওমান।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।