দুদিনের ছুটিতে মাশরাফি-মোসাদ্দেক-সৌম্যরা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১১:১৮ এএম, ২৪ এপ্রিল ২০১৯

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের মৌসুম শেষ হলো ২৩ এপ্রিল। টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেড। আবাহনী লিমিটেডে থাকা জাতীয় দলের ৭ ক্রিকেটারসহ যারা মৌসুমের শেষ ম্যাচ পর্যন্ত খেলেছেন, তাদের জাতীয় দলের ক্যাম্প থেকে দুইদিনের ছুটি দেয়া হয়েছে।

আবাহনীর মাশরাফি বিন মর্তুজা, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজসহ বাকি ক্রিকেটাররা ২৪ এবং ২৫ এপ্রিল ছুটিতে থাকবেন।

জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা সোমবার পড়ন্ত বিকেলে বিকেএসপিতে ম্যাচ শেষে ঢাকা আসার পথে জাগো নিউজকে জানিয়েছেন, এই ছুটিতে নড়াইলে নিজ বাড়িতে ঘুরতে যাবেন। বিশ্বকাপের আগে একটু ফুরফুরে থাকতে ঘনিষ্ঠজনদের সঙ্গে সময় কাটানোর চেয়ে ভালো কিছু তো আর হতে পারে না!

জাতীয় দলের বিশ্বকাপ ক্যাম্প শুরু হয়েছে ২৩ এপ্রিল। ছুটি কাটিয়ে বিশ্বকাপ ক্যাম্পে যোগ দেবেন মাশরাফি-মোসাদ্দেক-সৌম্যরা।

এআরবি/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।