পঞ্চাশ ভাগের বেশি কাজ মাশরাফি ভাই-ই করে দিয়েছেন : মোসাদ্দেক

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৩২ পিএম, ২৩ এপ্রিল ২০১৯

আবাহনী লিমিটেড, নামে-ভারে বড় এক দল। ঐতিহ্যবাহী এই ক্লাবে নেতৃত্ব দিতে পারা যে কোনো ক্রিকেটারের জন্যই গর্বের। আর দলকে শিরোপা জেতাতে পারলে তো সেটা বড় এক অর্জন। ২৩ বছর বয়সেই সেই দায়িত্বটা সূচারুরূপে পালন করে দেখালেন মোসাদ্দেক হোসেন। তার নেতৃত্বেই টানা দ্বিতীয়বারের মতো ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শিরোপা ঘরে তুলেছে আবাহনী।

আবাহনী দল হিসেবে বড় বলেই নয়। মোসাদ্দেকের জন্য চ্যালেঞ্জ ছিল আরও। এই দলে যে বেশিরভাগ খেলোয়াড়ই তার সিনিয়র, অনেকেই খেলেছেন বা খেলছেন জাতীয় দলে। তার মধ্যে সবচেয়ে বড় নাম মাশরাফি বিন মর্তুজা। তিনি দলে থাকলেও এবার নেতৃত্বে ছিলেন না। শুধু একজন খেলোয়াড় হিসেবে খেলেছেন।

তবে নামে অধিনায়ক না হলেও মাশরাফি কি শুধু মাঠে দাঁড়িয়ে থাকার পাত্র! শিরোপা জয়ের পর মোসাদ্দেকই জানালেন, কিভাবে মাঠে থেকে তার উপর ছায়া দিয়ে গেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

শিরোপা জয়ের কৃতিত্বটা তাই মাশরাফিকেও দিতে চান মোসাদ্দেক। আবাহনী দলপতি বলেন, ‘আবাহনীর এই দলকে নেতৃত্ব দিতে পারা আমার জন্য বড় গর্বের। তবে এতজন জাতীয় দলের এবং সিনিয়র ক্রিকেটারকে নেতৃত্ব দিতে গিয়ে আমি তেমন নার্ভাস হইনি এবং ভড়কে যাইনি। কারণ হচ্ছে মাশরাফি ভাই, যিনি আমাকে ছায়া দিয়ে গেছেন। বলতে পারেন, আমার কাজের ফিফটি পার্সেন্টের বেশি কাজ মাশরাফি ভাই-ই করে দিয়েছেন।’

এই বয়সেই এত বড় এক অর্জন। মোসাদ্দেক মনে করছেন, এটা তাকে সামনেও অনেক অনুপ্রাণিত করবে। আবাহনী অধিনায়কের ভাষায়, ‘জাতীয় দলের সাবেক ও বর্তমান মিলিয়ে প্রায় ১০-১১ জন জাতীয় ক্রিকেটার আর বিশ্বকাপ স্কোয়াডের ৭ সদস্যের সাজানো দলের অধিনায়ক আমি। এটা ছিল একটা বড় চাপ, বাড়তি দায়িত্ববোধ। আমি আপ্রাণ চেষ্টা করেছি। এবং আমার মনে হয়, এটা আমার ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন, বড় অভিজ্ঞতা; যেটা আমার নিজের খেলোয়াড়ি জীবনে অনেক সাহায্য করবে।’

মোসাদ্দেক মনে করেন, মাঝে কয়েকটি ম্যাচ খারাপ গেলেও আবাহনী যে কত ভালো একটা দল সেটার প্রমাণ হয়ে দাপুটে পারফরম্যান্সে শিরোপা জয়ের মাধ্যমে। তিনি বলেন, ‘আমরা আসলে কতটা ভালো দল এবং কতটা ভালো খেলতে পারি, সেটাই গত দুই ম্যাচে প্রমাণ হয়েছে। আমরা শেষ পর্যন্ত প্রমাণ দিতে পারলাম যে আমরা আসলে ভালো দলই ছিলাম। শুরুতেও ভালো খেলছিলাম। মাঝখানে দুয়েকটা ম্যাচ একটু খারাপ গিয়েছে। কিন্তু সুপার লিগে এসে আমরা নিজেদের খুঁজে পেয়েছি। আমার মনে হয় মাঠের পারফরম্যান্সই বলে দিচ্ছে সব।’

এআরবি/এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।