প্রতিশোধ নিতে রাজস্থানের লক্ষ্য ১৮৩

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৩৩ পিএম, ১৬ এপ্রিল ২০১৯

দুই দলের প্রথম সাক্ষাতে ম্যাচের জয়-পরাজয় ছাপিয়ে বড় হয়ে দেখা দিয়েছিল ম্যানকাড বিতর্ক। কিংস ইলেভেন পাঞ্জাব অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিনের ম্যানকাডিং কাণ্ডের পর সমালোচনা হয়েছিল তুমুল। সে ম্যাচে ম্যানকাডের শিকার হওয়া জশ বাটলারের দল রাজস্থান রয়্যালস পরে ম্যাচও হেরেছিল ১৪ রানের ব্যবধানে।

সেদিন রাজস্থানের মাঠে কিংস ইলেভেন পাঞ্জাব আগে ব্যাট করে দাঁড় করিয়েছিল ১৮৪ রানের সংগ্রহ। আজ নিজেদের ঘরের মাঠেও প্রায় কাছাকাছি সংগ্রহ পেয়েছে ক্রিস গেইল, লোকেশ রাহুলদের দল। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান করতে পেরেছে তারা। প্রথম সাক্ষাতের পরাজয়ের প্রতিশোধ নিতে রাজস্থানকে করতে হবে ১৮৩ রান।

মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে টসে হেরে আগে ব্যাট করতে নামে পাঞ্জাব। ঝড়ের ইঙ্গিত দেন ক্রিস গেইল, রয়ে-সয়ে শুরু করেন রাহুল। ২ চার ও ৩ ছয়ের মারে ২২ বলে ৩০ রান করে আউট হয়ে যান গেইল, ধীরেসুস্থে খেলতে থাকেন রাহুল।

ইনিংসের একমাত্র ফিফটি আসে তারই ব্যাট থেকে। ইনিংসের ১৮তম ওভার পর্যন্ত খেলে ৪৭টি বল মোকাবিলা করে মাত্র ৫২ রান করেন রাহুল। ইনিংসে থাকে ৩টি চার ও ২টি ছক্কার মার।

তবে মায়াঙ্ক আগারওয়াল ১২ বলে ২৬, ডেভিড মিলার ২৭ বলে ৪০ এবং শেষদিকে অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন ৪ বলে ১৭ রানের ক্যামিও ইনিংস খেললে ঠিকই ১৮২ রানের বড় সংগ্রহ পেয়েছে পাঞ্জাব।

রাজস্থানের পক্ষে বল হাতে ৪ ওভারে মাত্র ১৫ রান খরচায় ৩ উইকেট শিকার করেছেন জোফ্রা আর্চার। এছাড়া ধাওয়াল কুলকার্নি, জয়দেব উনাদকাত এবং ইশ সোধি নিয়েছেন ১টি করে উইকেট।

এসএএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।