আবারও সাকিবকে বাইরে রেখে বোলিংয়ে হায়দরাবাদ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:২৫ পিএম, ১৪ এপ্রিল ২০১৯

পরপর দুই ম্যাচে আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী বাজে বোলিং করায় সম্ভাবনা জেগেছিল বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের একাদশে ফেরার। কিন্তু তা আর হয়নি।

নবী একাদশ থেকে বাদ পড়লেও সুযোগ পাননি সাকিব। বরং সানরাইজার্স হায়দরাবাদ একাদশে ফিরেছেন নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। দলে ফেরার ম্যাচে দিল্লি ক্যাপিট্যালসের বিপক্ষে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন উইলিয়ামসন।

এখনো পর্যন্ত ৬টি ম্যাচ খেলে ৩টিতে জিতেছে গত আসরের রানারআপ হায়দরাবাদ। অন্যদিকে ৭ ম্যাচ খেলে ৪টি জয় রয়েছে দিল্লির নামের পাশে। এ ম্যাচে দিল্লির একাদশে সুযোগ পেয়েছেন কিউই ওপেনার কলিন মুনরো।

হায়দরাবাদ একাদশ: ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, কেন উইলিয়ামসন, বিজয় শঙ্কর, রিকি ভুই, দ্বীপক হুদা, অভিষেক শর্মা, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ এবং সন্দ্বীপ শর্মা।

দিল্লি একাদশ: পৃথ্বি শ, শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার, রিশাভ প্যান্ট, কলিন মুনরো, ক্রিস মরিস, অক্ষর প্যাটেল, কেমো পল, অমিত মিশ্র, কাগিসো রাবাদা এবং ইশান্ত শর্মা।

এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।