টসে হেরে ব্যাটিংয়ে কলকাতা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:১৭ পিএম, ১৪ এপ্রিল ২০১৯

নিজেদের ঘরের মাঠ ইডেন গার্ডেনসে টসে হেরে আগে ব্যাট করার আমন্ত্রণ পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। শীর্ষে থাকা চেন্নাই সুপার কিংসকে হারিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের স্থান আরও সুসংহত করার লক্ষ্য কলকাতার।

এখনো পর্যন্ত ৭ ম্যাচ খেলে মাত্র ১টিতে হেরেছে চেন্নাই। জিতেছে কলকাতার বিপক্ষে প্রথম সাক্ষাৎসহ মোট ৬টি ম্যাচ। অন্যদিকে আন্দ্রে রাসেলের অতিদানবীয় ব্যাটিংয়ের পরেও ৭ ম্যাচ খেলে মাত্র ৪টিতে জিততে পেরেছে কলকাতা।

নিজেদের অষ্টম ম্যাচে ক্রিস লিন, সুনিল নারিন এবং হ্যারি গার্নিকে একাদশে ফিরিয়েছে কলকাতা। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।

কলকাতা একাদশ: ক্রিস লিন, সুনিল নারিন, রবিন উথাপ্পা, নিতিশ রানা, দীনেশ কার্তিক, শুভমান গিল, আন্দ্রে রাসেল, পিয়ুশ চাওয়া, কুলদ্বীপ যাদভ, প্রাসিদ কৃষ্ণা এবং হ্যারি গার্নি।

চেন্নাই একাদশ: ফাফ ডু প্লেসিস, শেন ওয়াটসন, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদভ, রবিন্দ্র জাদেজা, মিচেল স্যান্টনার, ইমরান তাহির, শার্দুল ঠাকুর এবং দ্বীপক চাহার।

এসএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।