নুসরাতের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি চান ফেনীর ছেলে সাইফউদ্দিন

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৫ পিএম, ১২ এপ্রিল ২০১৯

ফেনীর সোনাগাজীতে মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় সারা দেশে নিন্দার ঝড় বইছে। এই ফেনীতেই জন্ম জাতীয় দলের তারকা অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের। নিজ এলাকার কোনো মানুষ এতটা হিংস্র হতে পারে, বিষয়টা ভাবতেই কষ্ট হচ্ছে তার।

সাইফউদ্দিন মনে করেন, এমন ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে সেজন্য ফেনীর মানুষজনকে প্রতিবাদী হতে হবে। যার যার দিক থেকে এই প্রতিবাদ করা উচিত বলেই মনে করেন এই অলরাউন্ডার।

নুসরাতের ঘটনায় মনটা খারাপ হয়ে আছে সাইফউদ্দিনের। বিশেষ করে তার জেলায় এমন ঘটনা ঘটতে পারে, মানতে পারছেন না জাতীয় দলের এই তারকা। তিনি বলেন, ‘ফেনী শান্তিপ্রিয় একটা জায়গা। এমন অমানবিক একটা ঘটনা, আসলেই আমাকে খুব কষ্ট দিচ্ছে। আমি ফেনীর মানুষজনকে বলব, সরকারের একার পক্ষে এমন অপরাধ রোধ করা সম্ভব নয়। আমাদের নিজ নিজ দিক থেকে প্রতিবাদ করতে হবে, যাতে এত বড় ঘটনা ভবিষ্যতে আর না ঘটে।’

নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার অন্যতম আসামি ও অভিযুক্ত সোনাগাজী মাদরাসার অধ্যক্ষ এস এম সিরাজ উদ দৌলা। সঙ্গে রয়েছে তার দোসররাও।

অপরাধী যেই হোক, সাইফউদ্দিন চান সর্বোচ্চ সাজা যেন তাদের হয়। পেস বোলিং এই অলরাউন্ডার বলেন, ‘অপরাধী যেই হোক, আমি দৃষ্টান্তমূলক সাজা চাই। আমাদের তাকে আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’

সামনে বিশ্বকাপ। এমন সময়ে চোটের সঙ্গে লড়াই করছেন জাতীয় দলের অনেক খেলোয়াড়। সাইফউদ্দিনেরও চোট আছে। তবে এসব নিয়ে বেশি চিন্তা করে ঘুম নষ্ট করতে চান না সাইফউদ্দিন।

তিনি মনে করছেন, নিজেকে ফিট রাখাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, ‘সত্যি করে বলতে, আমার ওরকম উদ্বেগ নেই। আমার একমাত্র চিন্তা নিজেকে ম্যাচের জন্য ফিট রাখা। বিশ্বকাপ সামনে, নিজেকে ফিট রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপাতত আমি এটা নিয়েই ভাবছি।’

পেস বোলারদের চোটের বিষয়টি মাথায় রেখেই খেলতে হয় উল্লেখ করে সাইফউদ্দিন বলেন, ‘আমরা সবাই জানি পেসাররা ইনজুরিপ্রবণ। এটা মাথায় রেখেই আমাদের খেলতে হয়। কেউই নিজেকে শতভাগ ফিট বলতে পারবে না। কিছুটা ধীরতা আসতেই পারে। সত্যি করে বলতে আমি এটাতে অভ্যস্ত। যদি আমি পুরোপুরি ফিট না থাকি, তবে টিম ম্যানেজম্যান্টকে সেটাও জানাব।’

এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।