এই ম্যাচেই কি ইতিহাস গড়ে ফেলবেন ধোনি?
ইতিহাস ডাকছে মহেন্দ্র সিং ধোনিকে। আর মাত্র একটি জয়। সেটা পেলেই ইতিহাস গড়ে ফেলবেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক, আইপিএলের প্রথম অধিনায়ক হিসেবে।
আইপিএলে এখন পর্যন্ত দলকে ১৬৫ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ধোনি। জিতেছেন এর মধ্যে ৯৯টিতে। আর একটি ম্যাচ জিতলে জয়ের 'সেঞ্চুরি' হয়ে যাবে তার। ধোনির আগে যে কীর্তি গড়তে পারেননি কেউ।
অধিনায়ক হিসেবে ধোনি জিতেছেন শতকরা ৬০.৩৬ ভাগ ম্যাচ। দ্বিতীয় স্থানে থাকা গৌতম গম্ভীর ১২৯ ম্যাচে জিতেছেন ৭১টি। অর্থাৎ জয়ের হিসেবে নিকট প্রতিদ্বন্দ্বি থেকে ২৮টি ম্যাচে এগিয়ে আছেন ধোনি, আজ (বৃহস্পতিবার) জিতলে সেটা হবে ২৯ ম্যাচ।
ধোনির জন্য রেকর্ডটা আজ গড়াই বেশি সহজ হবে। কেননা আজ তাদের খেলা হচ্ছে রাজস্থান রয়্যালসের বিপক্ষে, যে দলটি এবারের আইপিএলে জিতেছে মাত্র একটি ম্যাচ।
আর এবারের আসরে ৬ ম্যাচের মধ্যে ধোনির দল চেন্নাই জিতেছে ৫টিতেই। এখন তারা আছে পয়েন্ট তালিকার এক নাম্বার অবস্থানে। রাজস্থান সাতে। সাত নাম্বার দলের সঙ্গে এক নাম্বার দলের লড়াই, ধোনিদেরই তো জেতার সম্ভাবনা বেশি!
এমএমআর/পিআর