দল হারলেও ইতিহাস গড়লেন ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৫৯ এএম, ০৯ এপ্রিল ২০১৯

তার দল সানরাইজার্স হায়দরাবাদ টানা দ্বিতীয় ম্যাচে পরাজয়ের স্বাদ নিয়েছে। তবে ডেভিড ওয়ার্নার ঠিকই গড়ে ফেলেছেন রেকর্ড, কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে হাফসেঞ্চুরি করে।

সোমবার রাতে পাঞ্জাবের বিপক্ষে ওপেনিং করতে নেমে ৬২ বলে ৭০ রানে অপরাজিত থাকেন ডেভিড ওয়ার্নার। এ নিয়ে আইপিএলে পাঞ্জাবের বিপক্ষে টানা ৭ ম্যাচে হাফসেঞ্চুরি করলেন অস্ট্রেলিয়ান এই ওপেনার।

পাঞ্জাবের বিপক্ষে গত সাত ম্যাচে ওয়ার্নারের ইনিংসগুলো হলো- ৫৮, ৮১, ৫৯, ৫২, ৭০*, ৫১ এবং ৭০*। শুধু এই দলের বিপক্ষে নয়, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষেও টানা সাত ম্যাচে হাফসেঞ্চুরির রেকর্ড আছে বাঁহাতি এ ব্যাটসম্যানের।

আইপিএলের ইতিহাসে যে কীর্তি নেই আর কারও। দুটি দলের বিপক্ষে টানা সাত ম্যাচে হাফসেঞ্চুরির রেকর্ড করা একমাত্র ব্যাটসম্যান এখন ওয়ার্নার।

চলতি আইপিএলে এখন পর্যন্ত ছয় ম্যাচে ৩৪৯ রান করেছেন ওয়ার্নার। গতবার সবচেয়ে বেশি রান করে অরেঞ্জ ক্যাপ জিতেছিলেন। এবারও তিনি অন্যতম দাবিদার থাকবেন নিঃসন্দেহে।

এমএমআর/ডিডাব্লিউ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।