গর্ডন গ্রিনিজের চোখে বিশ্বকাপে কেউ ফেবারিট নয়

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:১৫ পিএম, ০৪ এপ্রিল ২০১৯

আজ (বৃহস্পতিবার) দুপুর আড়াইটায় লন্ডন থেকে ঢাকায় নেমেছেন। দুই দিন থাকবেন। বঙ্গবন্ধু কাপ গলফ উপলক্ষ্যে ন্যাশনাল ব্যাংক এর স্পন্সর তাকে আমন্ত্রণ জানিয়েছে ।

বিকেলে কুর্মিটোলা গলফ ক্লাবে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপে গর্ডন গ্রিনিজ প্রথমেই টিম বাংলাদেশকে শুভ কামনা জানিয়েছেন।

তার বিশ্বাস, ধারাবাহিকতা বজায় রেখে খেলতে পারলে বিশ্বকাপে ভালো করার পর্যাপ্ত সামর্থ্য আছে বাংলাদেশের। তার ভাষায়, 'বর্তমানে বিশ্ব ক্রিকেটে কোন দলেরই একক আধিপত্য নেই। এখন কোন দলই তেমন ভাবে প্রভাব বিস্তার করতে পারে না। তাই আমার চোখে ফেবারিট কেউ নেই। তবে অন্য যে কোন দলের চেয়ে ভারত এগিয়ে।'

ক্যারিবীয় এই কিংবদন্তি সম্ভাবনা দেখছেন বাংলাদেশেরও, 'অন্যান্য দল বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান আর বাংলাদেশেরও অঘটন ঘটানোর ক্ষমতা আছে। তবে এ তিনটি দলেরই ধারাবাহিকতার অভাব। বাংলাদেশ যদি ধারাবাহিকতা বজায় রেখে খেলতে পারে, তাহলে ভালো করবে এমন বিশ্বাস আছে আমার।'

বাংলাদেশকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানো এই কোচ আরও যোগ করেন, 'বাংলাদেশের সাথে আমার অনেক স্মৃতি। অনেক ঘটনা জড়িয়ে আছে। বিসিবি ডিরেক্টরদের সাথে দেখা করতে চাই।'

এআরবি/এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।