রাতে জিতলেন ভারতে, সকালে খেলতে নামলেন শ্রীলঙ্কায়

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:৩৯ পিএম, ০৪ এপ্রিল ২০১৯

গত চব্বিশ ঘণ্টায় বিশ্বের সবচেয়ে ব্যস্ততম ক্রীড়াবিদের তালিকা করলে নিঃসন্দেহে সবার ওপরে থাকবেন শ্রীলঙ্কা ক্রিকেট দলের তারকা পেসার লাসিথ মালিঙ্গা। কেননা গত বারো ঘণ্টায় ভিন্ন দুই দেশে ভিন্ন দুইটি ম্যাচ খেলতে নেমে পড়েছেন যে তিনি।

মালিঙ্গা বুধবার রাতে আইপিএলে খেলেছেন মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। দলকে ৩৭ রানের বড় ব্যবধানে জেতাতে বল হাতে ৩৪ রানে শিকার করেছেন ৩টি উইকেট। ম্যাচ শেষ হতে বেজে যায় রাত প্রায় বারোটা।

দুই দলের ক্রিকেটার সবাই যখন ফিরছেন টিম হোটেলে, লাসিথ মালিঙ্গা তখন নিজের ব্যাগ কাঁধে নিয়ে বিমানবন্দরের পথে। ভারত থেকে শ্রীলঙ্কার দূরত্ব খুব বেশি না হওয়ায় অল্প সময়ের মধ্যেই নিজ দেশে পৌঁছে যান ঝাঁকড়া চুলের এ পেসার।

পরে আজ (বৃহস্পতিবার) সকালেই নেমে পড়েছেন শ্রীলঙ্কার সুপার প্রভিশনাল ওয়ানডে কাপ টুর্নামেন্ট খেলতে। শুধু খেলতে নেমেছেন বললে ভুল হবে। রীতিমতো নিজ শহরের দল ‘গল’কে নেতৃত্ব দিচ্ছেন মালিঙ্গা।

ক্যান্ডির পালেকেল্লে স্টেডিয়ামে স্বাগতিক দলের বিপক্ষে টসে হেরে ব্যাট করেছে মালিঙ্গার গল। নির্ধারিত ৫০ ওভারে ২৫৫ রানে অলআউট হয়েছে তার দল। ৫ বল খেলে ২ রান করেছেন মালিঙ্গা।

এদিকে মালিঙ্গার এমন ব্যস্ততায় বিশ্বব্যাপী জনপ্রিয় সংবাদমাধ্যম বিবিসির শ্রীলঙ্কা প্রতিনিধি আজম আমিন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লিখেন, ‘১২ ঘণ্টার মধ্যে ২ দলের হয়ে মাঠে নামলেন মালিঙ্গা। গত রাতে আইপিএলে খেললেন মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে। আজ সকালে শ্রীলঙ্কার ঘরোয়া টুর্নামেন্টে অধিনায়কত্ব করছেন তার গল টিমের।’

এসএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।