রাজস্থানকে ১৫৯ রানের লক্ষ্য দিল কোহলির ব্যাঙ্গালুরু

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:১৫ পিএম, ০২ এপ্রিল ২০১৯

এখনও কোনো ম্যাচে জয় পায়নি রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং রাজস্থান রয়্যালস। প্রথম জয়ের খোঁজে জয়পুরে পরস্পর মুখোমুখি আজ এই দুই দল। টস জিতে রাজস্থান ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। টস হেরে ব্যাট করতে নেমে রাজস্থানের সামনে ১৫৯ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে কোহলির দল।

এবারও সেই স্রেয়াশ গোপাল। বার বার যার হাতে উইকেট দিয়ে ফিরে যেতে হয় কোহলিকে। এই লেগব্রেক বোলারের হাতে আজও উইকেট হারাতে হয়েছে ব্যাঙ্গালুরু অধিনায়ককে। রীতিমত বোল্ড হয়ে ফিরেছেন তিনি। নামের পাশে যোগ করেছেন কেবল ২৫ বলে ২৩ রান।

গোপালকে স্বচ্ছন্দে খেলতে পারেন আরেক বিশ্বসেরা বিধ্বংসী ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সও। তিনিও আজ পারলেন না গোপালকে সামলাতে। ৯ বলে ১৩ রান করে সেই গোপালের হাতেই রিটার্ন ক্যাচ দিয়ে ফিরেছে এই প্রোটিয়া ব্যাটসম্যান।

ব্যাঙ্গালুরুর হয়ে কেবল লড়াই করতে পেরেছেন পার্থিব প্যাটেল। ৪১ বলে সর্বোচ্চ ৬৭ রান করেন তিনি। শিমরন হেটমায়ার গোপালের বলেই আউট হলেন মাত্র ১ রান করে।

শেষ দিকে মার্কাস স্টোইনিজ ২৮ বলে ৩১ রানে এবং মঈন আলি ৯ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন। গোপাল ৪ ওভারে ১টি মেডেনসহ ১২ রান দিয়ে নেন ৩ উইকেট। শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ব্যাঙ্গালুরু স্কোরবোর্ডে তুলতে সক্ষম হয় ১৫৮ রান।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।