আয়ারল্যান্ডের নেয়া নিরাপত্তা ব্যবস্থার খবর নিচ্ছে বিসিবি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৫২ এএম, ০১ এপ্রিল ২০১৯

ক্রাইস্টচার্চের সন্ত্রাসী হামলার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিসিবি সভাপতি বলে রেখেছেন এখন থেকে যে দেশেই খেলতে যাবে বাংলাদেশে ক্রিকেট দল, সে দেশের বিস্তারিত নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করবে বোর্ড। সে দেশের নিরাপত্তা পরিকল্পনা বিসিবির দেয়ার শর্ত পূরণ করলেই কেবল সফর করবে বাংলাদেশ দল।

সে কথার ধারাবাহিকতায় আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের জন্য নিরাপত্তা ব্যবস্থার দিকে নজর দিয়েছে বিসিবি। আগামী ১ মে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সে সফরের জন্য আয়ারল্যান্ড বোর্ডকে তাদের নিরাপত্তা পরিকল্পনা পাঠাতে বলেছে বিসিবি।

আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডকে বলা হয়েছে, ক্রাইস্টচার্চের ঘটনার পরের পরিস্থিতিতে সুনির্দিষ্ট নিরাপত্তা-পরিকল্পনার ব্যাপারে আগের চেয়ে বেশি সচেতন হয়েছে বিসিবি। ২০১৭ সালের আয়ারল্যান্ড সফরের নিরাপত্তা ব্যবস্থায় বিসিবি সন্তুষ্ট থাকলেও বর্তমান পরিস্থিতিতে তাদের কাছ থেকে নিরাপত্তার ব্যাপারে বাড়তি কিছু আশা করছে বাংলাদেশ।

গতকাল (রোববার) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী এই খবর জানিয়েছেন। শুধু তাই নয়, বিশ্বকাপের আগেও আইসিসির কাছে নিরাপত্তার ব্যাপারে সহযোগিতার আশা করছে বিসিবি।

তবে বাংলাদেশ যখন বিশ্বকাপ খেলতে যাবে, তখনকার নিরাপত্তা ব্যবস্থা আইসিসি এবং স্বাগতিক দেশ মিলেই করবে। কিন্তু আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শেষ করে বিশ্বকাপের জন্য আইসিসির ‘সাপোর্টিং পিরিয়ড’ এর ৫-৭ দিন আগেই ইংল্যান্ডে চলে যাবে বাংলাদেশ। সে সময়ের জন্য মূলত আইসিসির কাছে নিরাপত্তার ব্যাপারে সহযোগিতা চাওয়া হয়েছে।

এ ব্যাপারে সুজন বলেন, আমরা যেহেতু বিশ্বকাপ শুরুর ৫-৬ দিন আগে যাবো। তাই আইসিসির কাছে এই কয়েকদিন নিরাপত্তার ব্যবস্থা করে দিতে বলেছি। তারা সমন্বয় করে দেবে, আমরা সমুদয় খরচ বহন করবো। পরে বিশ্বকাপের সময় তো আইসিসিই এ বিষয়গুলো দেখবে।’

এআরবি/এসএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।