মিরপুরে মিজানুর-ফজলে রাব্বির জোড়া সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪২ এএম, ৩০ মার্চ ২০১৯

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ক্রিকেটের সপ্তম রাউন্ডে শক্তিশালী প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে দাপুটে সেঞ্চুরি হাঁকালেন ব্রাদার্স ইউনিয়নের ওপেনার মিজানুর রহমান ও টপঅর্ডার ব্যাটসম্যান ফজলে মাহমুদ রাব্বি।

লিগের দ্বিতীয় রাউন্ডে খেলেছিলেন ৭১ রানের ইনিংস, চতুর্থ রাউন্ডে পেয়ে যান লিস্ট ‘এ’ ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির দেখা। মাঝের দুই ম্যাচে আশানুরূপ রান করতে ব্যর্থ হওয়ার পর আজ সপ্তম রাউন্ডে পুনরায় তিন অঙ্কের দেখা পেলেন মিজানুর।

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে মাত্র ১০ রানেই জুনায়েদ সিদ্দিকীর উইকেট হারায় ব্রাদার্স। দ্বিতীয় উইকেটে ১৯৩ রানের ম্যারাথন জুটি গড়েন ফজলে মাহমুদ রাব্বি এবং মিজানুর রহমান।

নিজের লিস্ট ‘এ’ ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরিটি করতে ১০৮ বল খেলেন মিজানুর। তবে সেঞ্চুরি করার পরের বলেই সাজঘরের পথ ধরেন তিনি। ১০৯ বলে ৮ চারের সঙ্গে ৫ ছক্কার মারে সাজান নিজের ইনিংসটি। তার বিদায়ে ৩৮ ওভার শেষে ব্রাদার্সের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ২০৩ রান।

মিজান সাজঘরে ফেরার সময় ফজলে রাব্বি অপরাজিত ছিলেন ৮৭ রানে। তৃতীয় উইকেটে ইয়াসির আলির সঙ্গে জুটি গড়ে লিস্ট ‘এ’ ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন তিনিও। ইনিংসের ৪২তম ওভারে নাহিদুল ইসলামকে ছক্কা মেরেই নিজের সেঞ্চুরি পূর্ণ করেন ফজলে রাব্বি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪২ ওভার শেষে ব্রাদার্সের সংগ্রহ ২ উইকেটে ২২৬ রান। ১২৫ বলে ১০ চার ও ২ ছক্কার মারে ১০৫ রান করে অপরাজিত ফজলে রাব্বি। ইয়াসির আলির সংগ্রহ ১১ বলে ৫ রান।

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।