ম্যাক্সওয়েলের ২ রানের আক্ষেপ, অস্ট্রেলিয়ার ২৭৭

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:১৬ পিএম, ২৯ মার্চ ২০১৯

দুর্দান্ত ছন্দে আছেন গ্লেন ম্যাক্সওয়েল। আগের ম্যাচে দলের বিপদের মুখে খেলেছিলেন ৭১ রানের এক ইনিংস। এবার আরও একবার দলকে বিপদ থেকে বাঁচালেন এই অলরাউন্ডার। তবে দলকে বাঁচালেও নিজে ঠিকই আক্ষেপ নিয়ে সাজঘরে ফিরেছেন।

মাত্র ২ রানের জন্য যে সেঞ্চুরিটা পাওয়া হলো না। সেটাও আবার মেরে আউট হলে কথা ছিল, ডানহাতি এই ব্যাটসম্যান পড়েছেন দুর্ভাগ্যজনক রানআউটের কবলে। দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডেতে অস্ট্রেলিয়া তুলেছে ৭ উইকেটে ২৭৭ রান।

অস্ট্রেলিয়ান ওপেনার দুজনই রান পেয়েছেন। উসমান খাজা করেন ৬২ রান। ৩৯ করেন অ্যারন ফিঞ্চ। কিন্তু মাঝে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে বিপদে পড়ে গিয়েছিল সফরকারিরা। শন মার্শ (৫), পিটার হ্যান্ডসকম্ব (৭) আর মার্কাস স্টয়নিস (২) আউট হয়ে যান অল্প রানেই। ১৪০ রানের মধ্যে ৫ উইকেট হারায় অস্ট্রেলিয়া।

সেখান থেকে দলকে টেনে তুলেন ম্যাক্সওয়েল। ষষ্ঠ উইকেটে অ্যালেক্স কারেকে নিয়ে গড়েন ১৩৪ রানের বড় জুটি। ইনিংসের শেষ ওভারের দ্বিতীয় বলে এসে রানআউটের ফাঁদে পড়েন ম্যাক্সওয়েল। ৮২ বলে ৯ বাউন্ডারি আর ৩ ছক্কায় তিনি তখন ৯৮ রানে। শেষ বলে আউট হন ৬৭ বলে ৫৫ করা কারে।

পাকিস্তানের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ হাসনাইন, ইমাদ ওয়াসিম আর ইয়াসির শাহ।

এমএমআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।