অস্ট্রেলিয়াকে ২৮৫ রানের লক্ষ্য দিল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:১০ পিএম, ২৪ মার্চ ২০১৯

অসাধারণ পারফরম্যান্স দিয়ে আগের ম্যাচ জিতেছিল অস্ট্রেলিয়া। শারজায় দ্বিতীয় ম্যাচে আজ জয়ের জন্য সেই অসিদের কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ানের অসাধারণ সেঞ্চুরির ওপর ভর করে অস্ট্রেলিয়াকে জয়ের জন্য ২৮৫ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে শোয়েব মালিকের দল।

সরফরাজ আহমেদ বিশ্রামে থাকার কারণে নেতৃত্বের দায়িত্ব পালন করছেন শোয়েব মালিক। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন শোয়েব মালিক। ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই ইমাম-উল হকের উইকেট হারিয়ে বিপদে পড়ে পাকিস্তান। এরপর শান মাসুদ আর হারিস সোহেল মিলে ইনিংস মেরামত করেন।

১৫ বলে ১৯ রান করে আউট হন শান মাসুদ এবং ৪৬ বলে ৩৪ রান করেন হারিস সোহেল। চার নম্বরে ব্যাট করতে নামেন মোহাম্মদ রিজওয়ান। ১২৬ বল খেলে ১১৫ রান করে আউট হন রিজওয়ান। তার ইনিংসে ছিল ১১টি বাউন্ডারির মার।

শোয়েব মালিক ৬১ বলে করেন ৬০ রান। উমর আকমল ১৬, ফাহিম আশরাফ ১৪ এবং ইমাদ ওয়াসিম ১৯ রানে ছিলেন অপরাজিত। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ২৮৪ রান সংগ্রহ করে পাকিস্তান। রিচার্ডসন এবং নাথান কাউল্টার নেইল নেন ২টি করে উইকেট।

জবাব দিতে নেমে এ রিপোর্ট লেখার সময় অস্ট্রেলিয়ার রান ১২.৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬৬। ৩৯ রান নিয়ে উসমান খাজা এবং ২৫ রান নিয়ে ব্যাট করছেন অ্যারোন ফিঞ্চ।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।