ইডেনে ঘণ্টা বাজিয়ে ম্যাচ শুরু করলেন সাকিব (ভিডিও)

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:২৫ পিএম, ২৪ মার্চ ২০১৯

৩২তম জন্মদিন তার। একসময় ইডেন গার্ডেন্সের ঘরের ছেলে ছিলেন তিনি। সেই সাকিব আল হাসান এখন কলকাতা, সর্বোপরি ইডেন গার্ডেন্সের পর। খেলেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। শত্রু হিসেবেই আজ ইডেনে গার্ডেন্সে এলেন খেলতে।

কিন্তু বার্থডে বয় সাকিব আল হাসানকে অনন্য সম্মানে ভূষিত করলো ইডেন গার্ডেন্স কর্তৃপক্ষ। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ শুরুর আগে নিয়ম অনুসারে ঘণ্টা বাজাতে দেয়া হলো সাকিব আল হাসানকে।

লন্ডনে বিখ্যাত লর্ডস স্টেডিয়ামের মতই কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচ শুরুর আগে ঘণ্টা বাজানো হয়। বিশাল সেই ঘণ্টা বাজানোর দায়িত্ব দেয়া হয় বিশেষ কোনো খেলোয়াড় কিংবা বিশেষ কোনো ব্যক্তিকে। ৩২তম জন্মদিন আজ সাকিবের। সে কারণেই ঘণ্টা বাজানোর জন্য বাছাই করে নেয়া হয়েছে এক সময়ের বিশ্বসেরা এই অলরাউন্ডারকে।

সাকিব যখন ঘণ্টা বাজাচ্ছিলেন, তখন সেখানে উপস্থিত ছিলেন ক্রিকেট এসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) কর্মকর্তারা। তারা সবাই করতালির মাধ্যমে সাকিবের জন্মদিন উদযাপন করেন।

আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।