দল হিসেবে খেলে ‘আবাহনী দুর্গ’ জয়ের আশা মোহামেডানের

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১২ পিএম, ২৪ মার্চ ২০১৯

প্রতিপক্ষ শক্তিশালী আবাহনী লিমিটেড। গত আসরের চ্যাম্পিয়ন তারা, চলতি আসরেও চ্যাম্পিয়ন ট্রফি ধরে রাখার সমূহ সম্ভাবনাও রয়েছে তাদের। জাতীয় দলের ৮-৯ জন ক্রিকেটার দলে থাকায় টুর্নামেন্টের অন্য দলগুলোর চেয়ে বেশ খানিকটা এগিয়েই রয়েছে আবাহনী লিমিটেড।

তাই চলতি ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ক্রিকেটের ষষ্ঠ রাউন্ডে মোহামেডান লিমিটেডের কাজটা সহজ হবে না মোটেও। মাশরাফি বিন মর্তুজাসহ সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাঈফউদ্দীন, রুবেল হোসেন, সাব্বির রহমান, নাজমুল হোসেন শান্তদের বিপক্ষে জয়ে ফেরার মিশনে সোমবার খেলতে নামবে ঢাকার ক্রিকেটের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান।

আসরের শুরুটা দুর্দান্ত হয়েছিল মোহামেডানের। অধিনায়ক রকিবুল হাসানসহ, সোহাগ গাজী, শফিউল ইসলামদের নৈপুণ্যে প্রথম তিন ম্যাচের সবকয়টিতেই জিতেছিল তারা। তবে শেষের দুই রাউন্ডে অল্পের জন্য জয় হাতছাড়া করে ধুঁকছে মঞ্জুরুল ইসলাম মঞ্জুর দল।

MOnju

পরপর দুই ম্যাচ হারায় মোহামেডানের প্রাথমিক লক্ষ্য এখন জয়ে ফেরা। যে মিশনে তাদের প্রথম প্রতিপক্ষ শক্তিশালী আবাহনী। কোচ মঞ্জুর মতে দল হিসেবে খেলতে পারলেই আবাহনীকে হারানো সম্ভব তার দলের পক্ষে। আজ মিরপুরের একাডেমি মাঠে দলের অনুশীলনের ফাঁকে সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘আবাহনীর বিপক্ষে দল হিসেবে যদি খেলতে পারে, তাহলে সেটাই হবে আমাদের শক্তির জায়গা।’

এসময় উড়ন্ত সূচনার পর হুট করেই খেই হারিয়ে ফেলার ব্যাখ্যায় মঞ্জু বলেন, ‘ আসলে পেছনে ফিরে তাকালে দলের জন্য ভালো হবে না। আমাদের গ্রাফ ঊর্ধ্বমুখী ছিল। গত দুই ম্যাচে তা নিচের দিকে নেমেছে। কালকের ম্যাচটা আসলে গ্রাফ তৈরি করে দিবে না। পুরো টুর্নামেন্টের জন্য মাইলফলক হবে ম্যাচটি। আমরা ম্যাচ বাই প্ল্যান করছি। পেছনের ম্যাচগুলো ওতটা সমস্যা সৃষ্টি করবে না।’

প্রতিপক্ষ শিবিরে জাতীয় দলের সব তারকারা থাকলেও নিজেদের পরিকল্পনা থেকে সরবে না মোহামেডান, এমনটাই জানালেন দলের কোচ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক পেসার মঞ্জুর ভাষ্যে, ‘আগামীকালের ম্যাচটা অন্য সবদিনের মতো হবে না। কালকে আলাদা দিন, আলাদা সবকিছু। সব দলেরই একটা পরিকল্পনা থাকে যেটা ঠিক করা হয় সব দিক বিবেচনা করেই। তাই প্রতিপক্ষ কাকে খেলাবে সেটা তাদের চিন্তা, আমাদের একাদশ নিয়ে আমাদের চিন্তা।’

এসএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।