এবারের আইপিএলের প্রাইজমানি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:১০ পিএম, ২৩ মার্চ ২০১৯

আইপিএলের দ্বাদশ আসরের পর্দা উঠবে আজ। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। চেন্নাইয়ের ঘরের মাঠ এমএ চিদম্বরম স্টেডিয়ামেই হবে ম্যাচটি।

আসরের উদ্বোধনী ম্যাচের আগেই প্রকাশিত হয়েছে টুর্নামেন্টের প্রাইজমানি। প্রতি আসরের ন্যায় এবারও অর্থের ঝনঝনানি আইপিএলে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ১৫ কোটি ভারতীয় রুপি, রানারআপ দলের ভাগ্যে জুটবে ১০ কোটি।

এছাড়া প্রতি ম্যাচে এবং পুরো টুর্নামেন্টে থাকছে নানান অর্থ পুরষ্কার। চলুন দেখে নেয়া যাক এবারের আইপিএলের সকল প্রাইজমানি:

প্রতি ম্যাচের পুরষ্কার

*লিগ পর্যায়ে ম্যাচসেরা: রাউন্ড রবিন লিগের প্রতি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হওয়া খেলোয়াড় পাবেন ১ লাখ রুপি।

*প্লে অফ রাউন্ডে ম্যাচসেরা: প্লে অফ তথা সেরা চারের প্রতি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হওয়া খেলোয়াড় পাবেন ৫ লাখ রুপি।

*ম্যাচের সেরা ক্যাচ: প্রতি ম্যাচের সেরা ক্যাচের জন্য থাকছে ১ লাখ রুপি।

*ম্যাচে সর্বোচ্চ ছক্কা: প্রতি ম্যাচে সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটসম্যান পাবেন ১ লাখ রুপি। দুইজন ব্যাটসম্যান সমান ছক্কা মারলে সবচেয়ে লম্বা ছক্কা মারা ব্যাটসম্যান পাবেন এ পুরষ্কার।

*অরেঞ্জ ক্যাপ: পুরো টুর্নামেন্টজুড়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের মাথায় থাকবে অরেঞ্জ ক্যাপ।

*পার্পল ক্যাপ: পুরো টুর্নামেন্টজুড়ে সর্বোচ্চ উইকেট শিকারী পরবেন পার্পল ক্যাপ।

মৌসুমের পুরষ্কার

*পিচ এবং মাঠের পুরষ্কার: সাত কিংবা তার বেশি ম্যাচ আয়োজন করা মাঠকে দেয়া হবে ৫০ লাখ রুপি। এর কম ম্যাচ হওয়া মাঠ পাবে ২৫ লাখ রুপি।

*মৌসুমের সেরা ক্যাচ: পুরো আসরের সব ম্যাচ মিলিয়ে সেরা ক্যাচ ধরা ক্রিকেটার পাবেন ১০ লাখ রুপি।

*মৌসুমে সর্বোচ্চ ছক্কা: পুরো আসরে সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটসম্যান পাবেন ১০ লাখ রুপি। এক্ষেত্রেও টাই হলে দেখা হবে ছক্কার দূরত্ব।

*দ্রুততম ফিফটি: পুরো টুর্নামেন্টে দ্রুততম ফিফটি করা ব্যাটসম্যান পাবেন ১০ লাখ রুপি। এক্ষেত্রে টাই হলে বিবেচনায় নেয়া হবে আসরের স্ট্রাইকরেট।

*আসরের সেরা স্টাইলিশ প্লেয়ার: ম্যাচে প্রভাবের ওপর ভিত্তি করে নির্বাচিত হবে টুর্নামেন্টের সেরা স্টাইলিশ প্লেয়ার। তার জন্য থাকছে ১০ লাখ রুপি।

*আসরের সেরা শট: পুরো আসরের সব থেকে অভিনব, সৃষ্টিশীল ও দর্শনীয় শট খেলা ব্যাটসম্যান পাবেন ১০ লাখ রুপি।

*আসরের উদীয়মান খেলোয়াড়: এবারের আসরের সেরা উদীয়মান ক্রিকেটার পাবেন ১০ লাখ রুপি।

*আসরের সবচেয়ে দামী খেলোয়াড়: পুরো আসরজুড়ে সবচেয়ে বেশি এমভিপি (মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার) পয়েন্ট পাওয়া ক্রিকেটার পাবেন ১০ লাখ রুপি।

দলীয় পুরষ্কার

*চ্যাম্পিয়ন দল পাবে ১৫ কোটি রূপির চেক
*রানারআপ দল পাবে ১০ কোটি রূপির চেক
*প্লেঅফের অন্য দুই দল পাবে ৫ কোটি রূপির চেক

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।