আবাহনীর বিপক্ষেই এবার লিগে প্রথম মাঠে নামবেন লিটন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০১:৩২ পিএম, ২৩ মার্চ ২০১৯

 

২০১৬ ও ২০১৭ লিগে তিনি ছিলেন আবাহনীর। চির প্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে সেই তিনি অর্থাৎ লিটন দাস ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন দারুণভাবে। দুই মৌসুমে আবাহনী-মোহামেডান দ্বৈরথে তিনবারের দুইটিতেই সেঞ্চুরি করেছিলেন দিনাজপুরের এ স্টাইলিশ ওপেনার।

আবাহনীর হয়ে ২০১৬ এবং ২০১৭ সালের প্রিমিয়ার লিগে মোহামেডানের বিপক্ষে পরপর দুইটি সেঞ্চুরি আছে তার। দুটিই সাভারের বিকেএসপি মাঠে। ২০১৬ সালের ১৫ই জুন সুপার লিগের ম্যাচে মোহামেডানের বিপক্ষে ১৩৯ (১২৫ বলে) রানের ইনিংস খেলে দলকে ২৬০ রানের জয় এনে দিয়ে ম্যাচসেরার পুরষ্কার জিতেছিলেন লিটন দাস।

পরের বছর ৮ই মে একই মাঠে চির প্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে লিটনের ব্যাট থেকে আসে ১০৩ বলে ১৩৫ রানের ঝড়ো ইনিংস। পরে রকিবুল হাসানের রেকর্ডগড়া ১৯০ রানের ইনিংসের পরেও লিটনের দল জেতে ২৭ রানের ব্যবধানে।

এবার সেই লিটন দলবদলের পালায় চলে এসেছেন মোহামেডানে। নিউজিল্যান্ড সফর শেষে প্রায় এক সপ্তাহ বিশ্রামে থাকা লিটন এবারের লিগে প্রথমবারের মতো খেলতে নামবেন ২৫ মার্চ (সোমবার) শেরে বাংলায়। আজ সকালে সে তথ্য নিশ্চিত করেছেন মোহামেডান লিমিটেডের কর্মকর্তা ওয়াসিম খান।

বলার অপেক্ষা রাখে না, পরশু (সোমবার) মোহামেডানের ম্যাচ চির প্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে। আকাশী-হলুদ জার্সি গায়ে মোহামেডানের বিপক্ষে পরপর দু' বছর চার-ছক্কার ফুলঝুরি ও রানের নহর বইয়ে দেয়া লিটন দাস, এবার সাদা-কালো জার্সি গায়ে ধানমন্ডির দলটির বিপক্ষে কী করেন সেটাই দেখার?

এআরবি/এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।