দুই ম্যাচ পর দলে ফিরে রানের দেখা পেলেন আশরাফুল

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০১:২৮ পিএম, ২২ মার্চ ২০১৯

ঢাকা প্রিমিয়ার লিগের গত মৌসুমে মোহাম্মদ আশরাফুলের জন্য সৌভাগ্যের ভেন্যু ছিলো বিকেএসপি। রেকর্ড ৫ সেঞ্চুরির চারটিই তিনি করেছিলেন সাভারের এই মাঠে।

সে কথা ভেবেই হয়তো আজ বিকেএসপিতে খেলতে নেমে দুই ম্যাচ পর আশরাফুলকে দলে ফিরিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। দলের সিদ্ধান্তকে বৃথা যেতে দেননি আশরাফুল। আহামরি কোনো ইনিংস না খেললেও অন্তত আভাস দিয়েছেন রানে ফেরার, যা খুব করে দরকার মোহামেডানের জন্য।

বছরের শুরুতে হওয়া বিপিএল থেকেই অফফর্মে ভুগছেন আশরাফুল। আজকের ম্যাচের আগে খেলা ৭ ম্যাচে শূন্য রানেই আউট হয়েছেন ৩ বার। বাকি ৪ ইনিংসে সাকুল্যে রান করেছেন ৫৩, সর্বোচ্চ ইনিংসটি মাত্র ২২ রানের। যে কারণে বিপিএলে চিটাগং ভাইকিংস এবং প্রিমিয়ারে মোহামেডান একাদশে জায়গা হারান আশরাফুল।

আজ (শুক্রবার) লিগের পঞ্চম রাউন্ডের ম্যাচে শেখ জামালের বিপক্ষে আশরাফুলকে একাদশে রেখেই খেলতে নেমেছে মোহামেডান। টসে জিতে ব্যাট করতে নেমে ২৪০ রানে অলআউট হয়েছে তারা। দলের পক্ষে তৃতীয় সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস খেলেছেন আশরাফুল।

পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন আশরাফুল। টানা অফফর্মে থাকায় ধীরেসুস্থে নিজের ইনিংস এগিয়ে নেন তিনি। আশা জাগিয়েছিলেন চলতি মৌসুমে নিজের প্রথম ফিফটির। তবে তানবীর হায়দারের বলে উইকেটের পেছনে ধরা পড়ে যান।

আউট হওয়ার আগে ৭৪ বলে ৫ চারের মারে ৪৪ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া মোহামেডানের পক্ষে আব্দুল মাজিদ ৫২ এবং চতুরাঙ্গা ডি সিলভা খেলেন ৩৯ বলে ৪৯ রানের ইনিংস।

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।