নিউজিল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার উইলিয়ামসন

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:২৯ পিএম, ২১ মার্চ ২০১৯

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড কর্তৃক ঘোষিত ২০১৮ সালের বর্ষসেরা পুরষ্কার অনুষ্ঠানে বাজিমাত করেছেন অধিনায়ক কেন উইলিয়ামসন, অভিজ্ঞ রস টেলর, বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্ট এবং মারকুটে ওপেনার কলিন মুনরো।

বৃহস্পতিবার এ পুরষ্কার ঘোষণা করা হয়েছে। অকল্যান্ডে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শুরুর আগে গত শুক্রবার ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় নিহতদের উদ্দেশ্যে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।

নিউজিল্যান্ডের তিন ফরম্যাটের অধিনায়ক কেন উইলিয়ামসন জিতেছেন বর্ষসেরা ক্রিকেটারের 'রিচার্ড হ্যাডলি' মেডেল। এছাড়া বছরের সেরা টেস্ট ক্রিকেটারও নির্বাচিত হয়েছেন উইলিয়ামসন। নির্দিষ্ট সময়ের মধ্যে ৮৯ গড়ে ৮০১ রান করেছেন উইলিয়ামসন।

ওয়ানডে ক্রিকেটে গত এক বছরে ৮৪ গড়ে ৭৫৯ রান করেছেন রস টেলর। যা তাকে এনে দিয়েছে বছরের সেরা ওয়ানডে ক্রিকেটারের খেতাব। অন্যদিকে ২৪ গড়ে ৩৫ উইকেট শিকার করে প্রথম শ্রেণির ক্রিকেটের সেরার পুরষ্কার জিতেছেন বোল্ট। টি-টোয়েন্টি ক্রিকেটে সেরার পুরষ্কার জিতেছেন কলিন মুনরো।

নারী ক্রিকেটে বাজি জিতেছেন তরুণ অলরাউন্ডার অ্যামেলিয়া কার। গত বছরে ৫৯ গড়ে ৪১৫ রান করে বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি। গতবছরের জুনে আয়ারল্যান্ডের বিপক্ষে এক ম্যাচে ২৩২ রানের ইনিংস খেলে বিশ্বরেকর্ড গড়েছিলেন অ্যামেলিয়া।

এসএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।