এবার আইপিএল নিষিদ্ধ করে প্রতিশোধ নিল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:৩১ পিএম, ২১ মার্চ ২০১৯

কাশ্মীরের পুলওয়ামাতে সন্ত্রাসী হামলায় ৪৪ জন ভারতীয় সেনা সদস্য নিহত হওয়ার ঘটনায় বারংবার অবনতির দিকেই যাচ্ছে ভারত-পাকিস্তানের মধ্যকার সম্পর্ক। ঘটনার সময় পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগ ‘পিএসএল’ সম্প্রচার বন্ধ করে দিয়েছিল ভারত।

এবার সে ঘটনার প্রতিশোধ নিলো পাকিস্তান সরকার। আগামী ২৩ মার্চ থেকে শুরু হতে যাওয়া ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগের আইপিএলের দ্বাদশ আসর। কিন্তু সেটি দেখা যাবে না পাকিস্তানের কোনো টেলিভিশনে।

পাকিস্তান সরকারের কেন্দ্রীয় তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী এরই মধ্যে দেশটির ইলেকট্রনিক মিডিয়া রেগুলাটরি কর্তৃপক্ষকে আদেশ দিয়েছে পাকিস্তানে আইপিএলের কোনো ম্যাচ যাতে সম্প্রচারিত না হয়।

এমন সিদ্ধান্তের ব্যাপারে ফাওয়াদ বলেন, ‘আমরা সবাই জানি ভারতীয় কোম্পানিগুলো পাকিস্তান সুপার লিগ চলাকালীন আমাদের সঙ্গে কী করেছিল। তাদের অমন কীর্তির পর পাকিস্তানে আইপিএল প্রচার করা বেশ কঠিনই বটে। আমরা নিজেদের এই সিদ্ধান্তের প্রতি আত্মবিশ্বাসী। আমরা চেয়েছিলাম ক্রিকেট এবং রাজনীতি আলাদা থাকুক। কিন্তু ভারতের কারণেই তা সম্ভব হচ্ছে না।’

সদ্য সমাপ্ত পাকিস্তান সুপার লিগের অফিসিয়াল ব্রডকাস্টার ছিলো ‘আইএমজি রিলায়েন্স’ নামক একটি ভারতীয় কোম্পানি। কিন্তু পুলওয়ামাতে সন্ত্রাসী হামলার পর থেকে তারা তাদের ব্রডকাস্টিং বন্ধ করে দেয়। মূলত ভারতীয়দের এমন সিদ্ধান্তের কারণেই পাকিস্তানেও ভারতের আইপিএল বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এসএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।