পিএসএল চ্যাম্পিয়ন কোয়েটা গ্ল্যাডিয়েটরস

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:১৭ এএম, ১৮ মার্চ ২০১৯

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) টি-টোয়েন্টি ক্রিকেটের প্রথম দুই আসরেই রানারআপ হয়েছিল কোয়েটা গ্ল্যাডিয়েটরস, পাওয়া হয়নি শিরোপার স্বাদ। অবশেষে টুর্নামেন্টের চতুর্থ আসরে এসে প্রথমবারের মতো পিএসএলের শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পরেছে সরফরাজ আহমেদের দল।

রোববার রাতে ফাইনাল ম্যাচে করাচির ন্যাশনাল স্টেডিয়ামে পেশোয়ার জালমিকে ৮ উইকেটের ব্যবধানে উড়িয়ে দিয়েই শিরোপা জিতেছে কোয়েটা। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো রানারআপ হলো ২০১৭ সালের চ্যাম্পিয়ন দল পেশোয়ার।

ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নেমে মোহাম্মদ হাসনাইনের বোলিং তোপে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৮ রানের বেশি করতে পারেনি পেশোয়ার। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন উমর আমিন। এছাড়া কামরান আকমল ২১ ও শোয়েব মাকসুদ করেন ২০ রান।

কোয়েটার পক্ষে বল হাতে ৪ ওভারে ৩০ রান খরচায় ৩ উইকেট নেন ফাইনাল সেরার পুরষ্কার জেতা হাসনাইন। ডুয়াইন ব্রাভো ২টি এবং মোহাম্মদ নওয়াজ ও ফাওয়াদ আহমেদ নেন ১টি করে উইকেট।

১৩৯ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে আহমেদ শেহজাদের অপরাজিত ফিফটিতে ১৩ বল আগেই জয়ের বন্দরে পৌঁছে যায় কোয়েটা। ৫১ বলে ৫৮ রান করেন শেহজাদ। এছাড়া আহসান আলি ২৫ ও রাইলি রুশো ৩৯ রানে অপরাজিত থাকেন।

টুর্নামেন্টে ১২ ম্যাচে ৪ ফিফটিতে ৪৩০ রান করে আসরের সেরা খেলোয়াড় এবং সেরা ব্যাটসম্যানের পুরষ্কার জিতেছেন কোয়েটার অস্ট্রেলিয়ান ওপেনার শেন ওয়াটসন। বল হাতে ১৩ ম্যাচে ২৫ উইকেট নিয়ে সেরা বোলার নির্বাচিত হয়েছে পেশোয়ারের পাকিস্তানি পেসার হাসান আলি।

এসএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।