অঘোষিত ফাইনালে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:৫০ পিএম, ১৩ মার্চ ২০১৯

'কেহ কারে নাহি ছাড়ে সমানে সমান'। চার ওয়ানডে শেষে সিরিজে ২-২ সমতা। দিল্লিতে অস্ট্রেলিয়া আর ভারতের মধ্যকার সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেটি তাই পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে।

যে দল জিতবে, সেই দলই সিরিজের ট্রফি হাতে তুলবে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

প্রথম দুই ওয়ানডেতে জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল ভারত। পরের তিন ওয়ানডের একটি জিতলেই সিরিজ তাদের। কিন্তু এমন অবস্থায় দাঁড়িয়ে টানা দুই ওয়ানডে জিতে নেয় অস্ট্রেলিয়া। ফলে শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে সিরিজ নির্ধারক।

অস্ট্রেলিয়া একাদশ : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), উসমান খাজা, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অ্যাশটন টার্নার, অ্যালেক্স কারে, ঝি রিচার্ডসন, প্যাট কামিন্স, নাথান লিয়ন, অ্যাডাম জাম্পা।

ভারত একাদশ : রোহিত শর্মা, শেখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), বিজয় শঙ্কর, কেদর যাদব, রিশাভ পান্ত, রবীন্দ্র জাদেজা, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ।

এমএমআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।