এবার ৭১ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৯ এএম, ১১ মার্চ ২০১৯

বিশ্ব টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন তারা। বলা হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটটা তৈরিই হয়েছে তাদের জন্য। কুড়ি ওভারের এ ক্রিকেটের কিংবদন্তিসম সব ক্রিকেটারদের জন্মটাও সে ভূ-খণ্ডেই। তবু অদ্ভুত এক বৃত্তে আটকা পড়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।

টি-টোয়েন্টি ক্রিকেটে মাত্র দুই দিনের ব্যবধানে দুইবার একশ'র নিচে অলআউট হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ দুইবারের চ্যাম্পিয়নরা। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে শুক্রবার রাতে নিজেদের ইতিহাসের সর্বনিম্ন ৪৫ রানে অলআউট হয়েছিল উইন্ডিজ, গড়েছিল লজ্জার রেকর্ড।

দুইদিন বাদে রোববার রাতে তারা অলআউট হলো মাত্র ৭১ রানে। ৫৭ বল ও ৮ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে গিয়েছে ইংল্যান্ড। ওয়ানডে সিরিজে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হলেও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেই ছেড়েছে ইংলিশরা।

সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টসে জিতে ব্যাট করতে নেমে ডেভিড উইলি এবং মার্ক উডের বোলিং তোপে ইনিংসের শুরু থেকেই রাজ্যের অন্ধকার নেমে আসে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে। প্রথম বলেই সাজঘরে ফেরেন শাই হোপ।

নিজের তিন ওভারের প্রথম স্পেলেই উইন্ডিজের কোমর ভেঙে দেন উইলি। মাত্র ৭ রান খরচায় তিনি তুলে নেন ৪ উইকেট। উইলির পরপর আক্রমণে এসে ৩ ওভারে ৯ রান খরচায় ৩ উইকেট নেন মার্ক উড। এছাড়া আদিল রশিদ ২ এবং জো ডেনলি নেন ১টি উইকেট।

মাত্র ১৩ ওভারেই ৭১ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে জন ক্যাম্পবেল, জেসন হোল্ডার এবং নিকলাস পুরান করেন ১১ রান করে।

রান তাড়া করতে নেমে ধীরে সুস্থেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড। অ্যালেক্স হেলস ১৩ বলে ২০, জনি বেয়ারস্টো ৩১ বলে ৩৭ রান, জো রুট ১১ বলে ৪ এবং ইয়ন মরগ্যান ৮ বলে করেন ১০ রান।

ক্যারিয়ার সেরা বোলিং করে ম্যাচসেরার পুরষ্কার জিতেছেন ডেভিড উইলি। তিন ম্যাচে দারুণ খেলার পুরষ্কারস্বরুপ সিরিজসেরার পুরষ্কার পেয়েছেন ক্রিস জর্ডান।

এসএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।