কোহলিকে বোতলবন্দি করতে ওয়ার্নের বিশেষ ‘মন্ত্র’

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:৫৯ পিএম, ১০ মার্চ ২০১৯

নিঃসন্দেহে বর্তমান বিশ্বের সেরা ক্রিকেটার ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। কেউ কেউ তাকে এক ধাপ এগিয়ে সর্বকালের অন্যতম সেরাদের একজন হিসেবেও অভিহিত করেন। সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন সরাসরি ওয়ানডে ক্রিকেটের সর্বকালের সেরা ক্রিকেটার হিসেবে কোহলির নামই জানিয়েছেন।

অবশ্য বলবেনই না কেন ভন, একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির ব্যাট যেন সাক্ষাৎ রানমেশিন। হোক দেশে কিংবা বাহিরে, ব্যাটিং পিচ বা বোলিং পিচ- কোহলির ব্যাট কথা বলে সমান তালে। মাত্র ২১৭ ওয়ানডেতে করে ফেলেছেন ৪১টি সেঞ্চুরি। শচিন টেন্ডুলকারের সর্বোচ্চ ৪৯টি সেঞ্চুরির রেকর্ড নিজের করে নিতে আর ‘মাত্র’ ৯টি তিন অঙ্কের ইনিংস প্রয়োজন কোহলির।

বিশ্বের অনেক ব্যাটসম্যান যেখানে ৯টি সেঞ্চুরি করতে পেরিয়ে যায় পুরো ক্যারিয়ার, সেখানে কোহলির ক্ষেত্রে ৯টি সেঞ্চুরিকে ধরা হয় ‘মাত্র’ হিসেবেই। এতেই বোঝা যায় ব্যাট হাতে ঠিক কতটা প্রভাব বিস্তার করে থাকেন সদা আক্রমণাত্মক এ ব্যাটসম্যান। পরিস্থিতি যাই হোক, নিজের মতো করে ম্যাচকে নিয়ন্ত্রণ করার অদ্ভুত এক ক্ষমতা রয়েছে ৩০ বছর বয়সী কোহলির।

তার ব্যাটিংশৈলি বা কৌশল-পরিকল্পনার ফাঁক খুঁজে পেতে ব্যস্ত সারাবিশ্ব। কেননা ভারতীয় ক্রিকেট দলের বিপক্ষে খেলতে গেলে জয়-পরাজয়ের মাঝে নির্ধারক হিসেবে দাঁড়িয়ে যান যে দলের অধিনায়ক নিজেই। প্রায়ই দেখা যায় কোহলি ব্যর্থ হলে সে ম্যাচে ভারতকে হারানো হয়ে যায় সহজ কাজ। কিন্তু ব্যাটসম্যান কোহলিকে আটকে রাখার কৌশলই যে জানা নেই কারোর!

বর্তমান প্রজন্মের বোলাররা কোহলি রহস্য ভেদ করতে পারছেন না দেখে নিজের অভিজ্ঞতার ঝুলি থেকে বিশেষ মন্ত্র নিয়ে হাজির হয়েছেন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা স্পিনার শেন ওয়ার্ন। সাবেক এ অস্ট্রেলিয়ান কিংবদন্তির মতে কোহলিকে আউট করতে হলে সবার আগে মাঠের এক পাশ পুরোপুরি বন্ধ করে দিতে হবে। তা কী করে সম্ভব?

শনিবার ব্যাঙ্গালুরুতে এমসিসির সভাশেষে সে উত্তর দিয়েছেন ওয়ার্ন। তিনি বলেন, ‘কোহলির ক্ষেত্রে আপনাকে একটা কাজ করতে হবে বিশেষ করে। সেটি হলো আপনার ধরে নিতে হবে মাঠে এক পাশ নেই। এই কাজটি করতে পারে না দলগুলো। কোহলিকে দুই পাশে খেলাতে গিয়েই বিপদে পড়ে সবাই।’

এসময় কোহলির বিপক্ষে সফল হওয়ার মন্ত্র হিসেবে ওয়ার্ন বলেন, ‘আপনি যখন কোহলির বিপক্ষে বোলিং করবেন, তখন হয় লেগসাইড ধরে করবেন, নাহয় অফসাইড ধরে করবেন। যেকোনো এক পাশে শক্তিশালী ফিল্ডিং রেখে ঐপাশেই টানা বোলিং করে যেতে হবে। আপনি কোহলিকে স্টাম্পে বোলিং করতে পারবেন না। কারণ এতে সে উইকেটের চারপাশে খেলার অবারিত সুযোগ পেয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি আপনার মাঠের একপাশ বাদই দিয়ে দিতে হবে। শুধু একপাশ ধরে রাখেন এবং সেদিকেই বোলিং করেন। বিশ্বসেরা খেলোয়াড়ের বিপক্ষে খেলতে হলে বিশেষ কিছু করতেই হবে।’

এ তো গেলো বর্তমান প্রজন্মের ক্রিকেটারদের জন্য দেয়া পরামর্শ। ওয়ার্ন নিজে কোহলির বিপক্ষে কীভাবে বোলিং করতেন? উত্তর দিলেন, ‘আমি কোহলির বিপক্ষে খেললে একটা স্লিপ এবং শর্ট কভার রেখে অফস্টাম্পের বাইরে টানা বোলিং করে যেতাম। এতে করে তার পক্ষে লেগসাইডে খেলা কঠিন হয়ে পড়তো এবং আমি টানা এই লাইনে বোলিং করলে দুই-একটা বল মিসহিট হয়ে ক্যাচ উঠেই যাবে।’

মাইকেল ভন তো কোহলিকে সর্বকালের সেরা ওয়ানডে ক্রিকেটার হিসেবে আখ্যায়িত করেছেন। ওয়ার্নের কী মত? তিনি বলেন, ‘আপনি জানেন ভিন্ন ভিন্ন সময় ও যুগে রেকর্ডগুলো ভিন্নরকমের হয়। তাই এটা বলা বেশ কঠিন আসলে। আপনি হয়তো বিচার করতে পারেন যে সে তার নিজের যুগে কেমন। এদিক থেকে বর্তমান সময়ে অন্য সবার চেয়ে অনেক এগিয়ে কোহলি। তবে সে কি ভিভ রিচার্ডসের মতো ধ্বংসাত্মক? কিংবা লারা-টেন্ডুলকারের চেয়েও ভাল? এমন প্রশ্নের উত্তর বের করা কঠিন। আমি এখনো উত্তর খোঁজার চেষ্টায় আছি।’

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।