টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি, শচিনের আরও কাছে কোহলি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৫১ পিএম, ০৮ মার্চ ২০১৯

সামনে কেবল তার স্বদেশি কিংবদন্তি শচিন টেন্ডুলকার। ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডটি ছুঁতে আর ৮টি সেঞ্চুরি চাই বিরাট কোহলির।

দুই ম্যাচ আগেও শচিনের রেকর্ড থেকে ১০ সেঞ্চুরি দূরে ছিলেন কোহলি। কিন্তু ব্যাটটা তো তার রানমেশিন। টানা দুই ম্যাচে করলেন দুটি সেঞ্চুরি। নাগপুরের পর রাঁচিতেও তিন অংকের ম্যাজিক ফিগার। এবার ৮৫ বলে।

এটি কোহলির ওয়ানডে ক্যারিয়ারের ৪১তম সেঞ্চুরি। ওয়ানডে ইতিহাসের সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক শচিন টেন্ডুলকার।

ভারতীয় ব্যাটিং কিংবদন্তির সেঞ্চুরি সংখ্যা ৪৯টি। কোহলি ধীরে ধীরে অগ্রজের পথেই এগিয়ে যাচ্ছেন। যেভাবে যাচ্ছেন, তাতে শচিনকে ছাড়ানো কেবল সময়ের ব্যাপারই মনে হচ্ছে।

২২৫ ওয়ানডে ক্যারিয়ারে কোহলি রান করেছেন ৬০-এর উপর গড়ে। ক্যারিয়ার শেষে শচিনের গড় ৪৪.৮৩।

এমএমআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।