পাকিস্তানে যাচ্ছেন জন্টি রোডস

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ০৭ মার্চ ২০১৯

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করতে পাকিস্তান যাচ্ছেন জন্টি রোডস। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এই ক্রিকেটার তার এই পাকিস্তান যাওয়ার খবরটি নিশ্চিত করেছেন পিএসএলের ওয়েবসাইটে।

পিএসএলের ওয়েবসাইটে রোডস লিখেছেন, 'আমি পাকিস্তানে ২০১৫ এবং ২০১৬ সালে গিয়েছি। তাই সেখানে আবারও যাওয়ার জন্য মুখিয়ে আছি।'

ফিল্ডিংয়ের জন্য ক্রিকেট বিশ্বে বিখ্যাত এই প্রোটিয়া সাবেক আরও যোগ করেন, 'আমি যা দেখলাম (পিএসএলে) মনে হচ্ছে পাকিস্তান ক্রিকেট দীর্ঘসময় উপরের দিকে থাকবে। এই তরুণ খেলোয়াড়দের সত্যিকারের সামর্থ্য আছে পাকিস্তানকে দীর্ঘ সময় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থানে রাখার।'

দক্ষিণ আফ্রিকার হয়ে ৫২ টেস্ট আর ২৪৫টি ওয়ানডে খেলা রোডস মনে করছেন, টি-টোয়েন্টি ক্রিকেটের বদৌলতে ফিল্ডিংয়ে প্রচুর উন্নতি হয়েছে দলগুলোর। পাকিস্তান দলেও কয়েকজন ভালো ফিল্ডার চোখে পড়েছে তার।

রোডসের ভাষায়, 'টি-টোয়েন্টি ক্রিকেট দেখিয়েছে ফিল্ডিং একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমি ফিল্ডিংয়ে সময় দিতে আসলেই ভালোবাসি। নয় বছরেরও মতো সময়ে আমি ফিল্ডিং কোচ হিসেবে কাজ করছি। এখনকার দিনে টি-টোয়েন্টি ম্যাচে শেষ বল কিংবা শেষ ওভারে অনেক ম্যাচ চলে আসে। তাই ফিল্ডিংয়ের সেভটা খুব গুরুত্বপূর্ণ। পাকিস্তানও কয়েকজন ভালো ফিল্ডার পেয়েছে।'

এমএমআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।