বিশ্বকাপের সবচেয়ে খাটো মুশফিক, লম্বা ইরফান

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৪৩ এএম, ০৫ মার্চ ২০১৯

ওয়ানডে বিশ্বকাপের দ্বাদশ আসর শুরু হতে বাকি আর মাত্র ৮৭ দিন। অংশগ্রহণকারী দশ দলের সবাই এখন ব্যস্ত বিশ্বকাপের আগে নিজেদের সেরা কম্বিনেশন খুঁজে পেতে। বিশ্বকাপের হাওয়া বইতে শুরু করেছে সারাবিশ্বের ক্রিকেটপ্রেমীদের মনে।

জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট 'ইএসপিএন ক্রিকইনফো' বিশ্বকাপের ৮৭ দিন আগে প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আসরে 'যতো বড় এবং ছোটো'র তালিকা। যেখানে বিশ্বকাপের সবচেয়ে খাটো ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম। তার বিপরীত তথা সবচেয়ে লম্বা ক্রিকেটার হলে পাকিস্তানের বাঁহাতি পেসার মোহাম্মদ ইরফান।

জাগোনিউজের পাঠকদের জন্য তুলে ধরা হলো পুরো তালিকাটি:

বিশ্বকাপে সবচেয়ে কম দল: ৮ (১৯৭৫ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত)
বিশ্বকাপে সবচেয়ে বেশি দল: ১৬ (২০০৭ সালের আসরে)

বিশ্বকাপে সবচেয়ে ছোট স্টেডিয়াম: গ্রেঞ্জ ক্লাব, এডিনব্রো (৩০০০ ধারণক্ষমতা)
বিশ্বকাপে সবচেয়ে বড় স্টেডিয়াম: ইডেন গার্ডেনস, কলকাতা (১ লাখ ২০ হাজার ধারণক্ষমতা)

বিশ্বকাপে সবচেয়ে খাটো ক্রিকেটার: মুশফিকুর রহীম (৫ ফুট ৩ ইঞ্চি)
বিশ্বকাপে সবচেয়ে লম্বা ক্রিকেটার: মোহাম্মদ ইরফান (৭ ফুট ১ ইঞ্চি)

বিশ্বকাপে সবচেয়ে কম প্রাইজমানি: ৫ হাজার ২শ ইউএস ডলার (১৯৭৫)
বিশ্বকাপে সবচেয়ে বেশি প্রাইজমানি: ৩৭ লাখ ৫০ হাজার ইউএস ডলার (২০১৫)

বিশ্বকাপে একটানা সবচেয়ে বেশি জয়: অস্ট্রেলিয়া (১৯৯৯ থেকে ২০১১ পর্যন্ত টানা ২৭ ম্যাচ)
বিশ্বকাপে একটানা সবচেয়ে বেশি পরাজয়: জিম্বাবুয়ে (১৯৮৩ থেকে ১৯৯২ পর্যন্ত টানা ১৮ ম্যাচ)

বিশ্বকাপে সবচেয়ে কম ছক্কা: ২৮টি (১৯৭৫)
বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা: ৪৬৩টি (২০১৫)

বিশ্বকাপে এক আসরে সবচেয়ে কম রান: মিচেল স্টার্ক (২০১৫ সালে ৩ ইনিংসে ০ রান)
বিশ্বকাপে এক আসরে সবচেয়ে বেশি রান: শচিন টেন্ডুলকার (২০০৩ সালে ৬৭৩ রান)

এসএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।