এমন তো নয় যে সাকিব শুধু আইপিএল খেলবে : পাপন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১১:৪০ পিএম, ০৪ মার্চ ২০১৯

বিপিএলের ফাইনালেই আঙুলের পুরনো ব্যথাটাতে আবার আঘাত পেয়েছিলেন সাকিব আল হাসান। যে কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর তিনি খেলতে পারছেন না টেস্ট সিরিজেও। যদিও শোনা যাচ্ছে, তৃতীয় টেস্টে খেলতে পারেন তিনি। কিন্তু বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়ে দিয়েছেন, সবার আগে সুস্থতা। এরপর সাকিব আল হাসান জাতীয় দলের হয়ে খেলবেন, চাইলে আইপিএলেও খেলতে পারবেন।

আজ প্রিমিয়ার টি-টোয়েন্টির ফাইনালের পর বিসিবি সভাপতি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সাকিব সম্পর্কে একটা মজার তথ্য দেন। সাকিব আল হাসান আগেই জানিয়েছিলেন, তিনি প্রিমিয়ার লিগ খেলবেন না। এ কারণে প্লেয়ার ড্রাফটেও ছিল না তার নাম। কিন্তু পাপন জানান, সাকিব নাকি প্রিমিয়ার টি-টোয়েন্টি লিগ খেলতে চেয়েছিলেন। যদিও শেষ পর্যন্ত খেলা হয়নি সাকিবের। তিনি স্ত্রী-কন্যা নিয়ে আমেরিকা থেকে বেড়িয়ে এসেছেন।

সাকিবের সম্পর্কে জানতে চাইলে বিসিবি সভাপতি জানিয়ে দেন সুস্থ হলে তৃতীয় টেস্ট খেলবে সাকিব। তিনি বলেন, ‘সে (সাকিব) দেশে ফিরে এসেছে। তার এক্স-রেও হয়েছে। আমি শুনেছি আরও এক সপ্তাহ বিশ্রাম দেয়া হয়েছে। যদি সাকিব সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে এবং খেলার মতো অবস্থায় থাকে তাহলে তৃতীয় টেস্ট খেলতে পারে। সে নিজেও আগে তা জানিয়েছিল। আর সুস্থ হয়ে উঠলে তার তৃতীয় টেস্ট খেলায় কোনো বাধা নেই।’

তাহলে আইপিএলের কী হবে? তাকে কি আইপিএল খেলতে অনুমতি দেয়া হবে? এমন প্রশ্নের জবাবে পাপন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সুস্থতা আগে। তারপর সবকিছু। এমন না যে সে শুধু আইপিএল খেলবে। তা নয়। সুস্থ হলে দেশের হয়েও খেলবে সাকিব।

পাপন বলেন, ‘আগে তো তার (সাকিবের) সুস্থ হওয়াটা জরুরি। সাকিব সম্পূর্ণ সুস্থ থাকলে অবশ্যই খেলবে। না খেলার তো কারণ নেই। আমরাও চাই সাকিব দেশের হয়েও খেলুক এবং আইপিএলেও খেলুক। তবে তার সুস্থটা জরুরি। সুস্থ না হলে আইপিএল খেলার প্রশ্নই আসে না। সুস্থ হয়ে দেশের জন্য দেশের জন্য খেলতে পারলেই না আইপিএল খেলার প্রশ্ন।’

আরেক প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘এমন তো হতে পারে না যে সাকিব শুধু আইপিএল খেলবে। তার পুরোপুরি সুস্থতা নিশ্চিত হওয়ার পরই, ডাক্তার এবং ফিজিওর ছাড়পত্র পাওয়ার পরই আমরা তাকে আইপিএলে খেলার অনুমতি দেব। তার আগে নয়।’

এআরবি/আইএইচএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।