এশিয়ান গেমসে আবারও ক্রিকেট

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:১৪ পিএম, ০৪ মার্চ ২০১৯

এশিয়ান গেমসে বাংলাদেশের সবচেয়ে বড় সাফল্যটা এই ক্রিকেটের হাত ধরেই। ২০১০ সালে গুয়াংজুতে অনুষ্ঠিত আসরে আফগানিস্তানকে হারিয়ে ছেলেদের ইভেন্টে স্বর্ণ জিতেছিল বাংলাদেশ। এখন পর্যন্ত ওই একটি স্বর্ণই এশিয়ান গেমসে বাংলাদেশের স্বান্ত্বনা হয়ে আছে।

এরপর ২০১৪ সালে ইনচনে অনুষ্ঠিত এশিয়ান গেমসেও ক্রিকেট ছিল। সেবার ছেলেদের ইভেন্টে স্বর্ণ জিতেছিল শ্রীলঙ্কা।
তবে ২০১৮ সালে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত আসর থেকে ক্রিকেট বাদ দেয়া হয়েছিল।

এবার চীনের হাংঝুতে হবে ২০২২ এশিয়ান কাপ। এই আসরে আবারও ক্রিকেট অন্তর্ভূক্ত করার সিদ্ধান্ত হয়েছে। আগের দুইবারের মতো এবারও টি-টোয়েন্টি ফরমেটেই খেলা হওয়ার কথা।

প্রসঙ্গতঃ এক বছর বিরতি দিয়ে আবারও সাউথ এশিয়ান (এসএ) গেমসেও ক্রিকেট অন্তর্ভূক্ত হয়েছে। ১-১০ ডিসেম্বর নেপালে হবে ত্রয়োদশ এসএ গেমস।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।