ক্রিস গেইলের ছক্কার বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:১০ পিএম, ০৩ মার্চ ২০১৯

ক্রিস গেইল ফর্মে নেই, চল্লিশ ছোঁয়া বয়সে আর কি খেলবেন! বিশ্বকাপের আগে ক্যারিবীয় ব্যাটিং দানবকে নিয়ে নানা কানকথা। গেইল সেসব কেবল শুনছিলেন, সময়মতোই জবাব দিলেন। মুখে নয়, ব্যাটে।

ইংল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে চার ইনিংসে গেইলের উইলো থেকে বেরিয়ে এলো ২টি করে সেঞ্চুরি আর হাফসেঞ্চুরি। মোট রান করলেন ৪২৪। গড় ১০৬। স্ট্রাইকরেট ১৩৪.১৭। ভাবা যায়! চার ইনিংসের সিরিজে কোনো ব্যাটসম্যানের সবচেয়ে বেশি রান করার রেকর্ড এটি।

২-২ সমতায় শেষ হওয়া সিরিজে ক্রিস গেইলই সিরিজসেরা। সেন্ট লুসিয়ায় সিরিজের প্রথম ও শেষ ওয়ানডেতেও ২৭ বলে ৭৭ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেছেন গেইল। যে ইনিংসের পথে গড়েছেন ছক্কার বিশ্বরেকর্ডও।

৭৭ রানের ইনিংসে ৫টি বাউন্ডারির সঙ্গে ৯টি ছক্কা মেরেছেন গেইল। তাতে চার ইনিংসে গেইলের ছক্কা দাঁড়িয়েছে ৩৯টিতে। ওয়ানডে ইতিহাসে কোনো ব্যাটসম্যান একটি ওয়ানডে সিরিজে এর চেয়ে বেশি ছক্কা মারতে পারেননি।

দ্বিপাক্ষীয় কোনো সিরিজে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডটি এতদিন দখলে ছিল ভারতের রোহিত শর্মার। ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক সিরিজে ২৩টি ছক্কা মেরেছিলেন ভারতীয় ওপেনার।

এছাড়া ৭৭ রানের ইনিংসের পথে মাত্র ১৯ বলে ফিফটি করেন গেইল। ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের কোনো ব্যাটসম্যানের এটিই দ্রুততম ফিফটির রেকর্ড। এর আগে ড্যারেন স্যামি করেছিলেন ২০ বলে।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।