ওয়েস্ট ইন্ডিজের তাণ্ডব, ৭৩ বলেই হারিয়ে দিল ইংল্যান্ডকে

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:২৯ এএম, ০৩ মার্চ ২০১৯

একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। সিরিজের বাকি তিন ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই-ই হয়েছে। দারুণ লড়েও অবশ্য সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। গ্রস আইলেটে ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম ও শেষ ওয়ানডেটা ছিল তাদের বাঁচা মরার লড়াই।

নিজেদের বাঁচার সে লড়াইয়ে ইংল্যান্ডকে একেবারে মাটিতে শুইয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেটের এক সময়ের রাজারা মাত্র ৭৩ বলে রান তাড়া করে জিতেছে ৭ উইকেটে। এই জয়ে ২-২ সমতায় সিরিজ শেষ করেছে স্বাগতিকরা।

২২ বছর বয়সী ওসানে থমাসের বিধ্বংসী বোলিংয়ে ২৮.১ ওভারে ১১৩ রানেই গুটিয়ে গিয়েছিল ইংল্যান্ডের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ২৩ রান আসে অ্যালেক্স হেলস আর জস বাটলারের ব্যাট থেকে। বাকিদের কেউ বিশও করতে পারেননি।

ওসান থমাস ৫.১ ওভারে ২১ খরচায় নেন ৫টি উইকেট। ২টি করে উইকেট নেন জেসন হোল্ডার আর কার্লোস ব্রেথওয়েট।

লক্ষ্য মাত্র ১১৪ রানের। ওপেনিংয়ে নেমে রীতিমত তাণ্ডব চালান ক্রিস গেইল। মাত্র ২৭ বলে ৫টি চার আর ৯টি ছক্কায় ৭৭ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন গেইল। শাই হোপ ১৮ বলে ১১ আর সিমরন হেটমায়ার ৬ বলে অপরাজিত ১১ রান করেন।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।