আইয়ারের ৫৫ বলের ঝড়ে রেকর্ডবুকে তোলপাড়

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:১৬ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৯

ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলি ট্রফির উদ্বোধনী দিনেই ঝড় তুলেছেন ডানহাতি ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার। মুম্বাইয়ের হয়ে খেলতে নেমে মাত্র ৫৫ বলে করেছেন ১৪৭ রান, হাঁকিয়েছেন ১৫টি ছক্কা এবং ৭টি চার।

আইয়ারের এই টর্নেডো ইনিংসে তার দল মুম্বাই পেয়েছে ২৫৮ রানের বিশাল সংগ্রহ। যা তাড়া করতে নেমে প্রতিপক্ষ সিকিম অলআউট মাত্র ১০৪ রানে। আইয়ারের দলের জয়ের ব্যবধান ১৫৪ রানের।

১৪৭ রানের ইনিংস খেলার পথে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংস খেলার রেকর্ড গড়েছেন শ্রেয়াস আইয়ার। গত মৌসুমের আইপিএলে ১২৮ রান করে এ রেকর্ড এতদিন নিজের করে রেখেছিলেন রিশাভ পান্ত।

এছাড়া মাত্র ২০ রানের মাথায় ২ উইকেটের পতনে উইকেটে এসে বল হাওয়ায় ভাসিয়ে গুনে গুনে ১৫ বার বলকে সীমানা ছাড়া করেছেন আইয়ার। যা ভারতীয় ব্যাটসম্যানদের পক্ষে সর্বোচ তো বটেই, বিশ্বের সবমিলিয়েও এক ইনিংসে ১৫ ছক্কার বেশি রয়েছে মাত্র চারজন ব্যাটসম্যানের।

৫৫ বলে ১৪৭ রান করার পথে মাত্র ৩৮ বলে নিজের সেঞ্চুরি পূরণ করেছিলেন আইয়ার। যা ভারতের পক্ষে চতুর্থ দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি। তার চেয়ে দ্রুত সেঞ্চুরি রয়েছে কেবল ইউসুফ পাঠান, রিশাভ পান্ত এবং রোহিত শর্মার।

নিজের ইনিংসে ১৫টি ছক্কার সঙ্গে ৭টি চার মেরেছেন আইয়ার। সবমিলিয়ে ১১৮ রানই করেছেন সীমানার ওপার দিয়ে। যা কি-না ভারতীয়দের পক্ষে এক ইনিংসে বাউন্ডারি থেকে পাওয়া সর্বোচ্চ রানের রেকর্ড। এর আগে সর্বোচ্চ ১০৮ রান বাউন্ডারি থেকে করেছিলেন রোহিত শর্মা।

আইয়ারের ব্যাটে চড়ে ২৫৮ রানের বিশাল সংগ্রহ পেয়েছে মুম্বাই। ভারতের মাটিতে স্বীকৃত টি-টোয়েন্টিতে এটি তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। সবমিলিয়ে মুম্বাইয়ের ২৫৮ রানের চেয়ে বেশি দলীয় সংগ্রহের দেখা মিলেছে মাত্র ৬ বার।

টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় ব্যাটসম্যানদের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস

১. শ্রেয়াস আইয়ার: ১৪৭ (সৈয়দ মুশতাক আলি ট্রফি, ২০১৯)
২. রিশাভ পান্ত: ১২৮* (আইপিএল, ২০১৮)
৩. মুরালি বিজয়: ১২৭ (আইপিএল, ২০১০)
৪. সুরেশ রায়না: ১২৬* (সৈয়দ মুশতাক আলি ট্রফি, ২০১৮)
৫. ভিরেন্দর শেবাগ: ১২২ (আইপিএল, ২০১৪)

এসএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।