আবারো লঙ্কান বোলিংয়ে বিধ্বস্ত প্রোটিয়া ব্যাটিং
ডারবানে সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কান বোলিংয়ের বিপক্ষে পাত্তাই পায়নি স্বাগতিক দক্ষিণ আফ্রিকার ব্যাটিং। দুই ইনিংসে মাত্র ২৩৫ ও ২৫৯ রান করতে সক্ষম হয়েছিল ফাফ ডু প্লেসিসের দল। পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্টেও একই ধারা বজায় রাখলো তারা।
এবার অলআউট হয়েছে আরও কম রানে। উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি ককের প্রতিরোধ এবং ওপেনার এইডেন মারক্রামের হাফসেঞ্চুরির পরেও মাত্র ২২২ রানে থেমেছে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস।
ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমেই লঙ্কান পেসারদের তোপে পড়ে প্রোটিয়ারা। বিশ্ব ফার্নান্ডো এবং কাসুন রাজিথার পেসে মাত্র ১৫ রান তুলতেই সাজঘরে ফিরে যান ডিন এলগার, হাশিম আমলা এবং টিমসেম বাভুমা।
উদ্বোধনী ব্যাটসম্যান এলগার ৬ রান করতে পারলেও রানের খাতা খোলা হয়নি আমলা এবং বাভুমার। অধিনায়ক ডু প্লেসিস ২৫ এবং ওপেনার মারক্রাম ৬০ রানের ইনিংস খেলে প্রাথমিক চাপটা সামাল দেন। কিন্তু হয়নি কাজের কাজ।
শেষদিকে একাই লড়ে যান কুইন্টন ডি কক। ডানহাতি পেসার কাগিসো রাবাদার সঙ্গে ইনিংস সর্বোচ্চ ৫৯ রানের জুটি গড়েন তিনি। রাবাদা আউট হন ২২ রান করে। দলীয় ২১৬ রানের মাথায় অষ্টম ব্যাটসম্যান হিসেবে আউট হন কক।
আউট হওয়ার আগে প্রায় ওয়ানডে ব্যাটিং করে ১২ চারের মারে ৮৭ বলে ৮৬ রান করেন কক। তিনি আউট হওয়ার পর ৬ রান যোগ করেই থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস।
শ্রীলঙ্কার পক্ষে বল হাতে ৩টি করে উইকেট নেন বিশ্ব ফার্নান্ডো এবং কাসুন রাজিথা। এছাড়া ধনঞ্জয় ডি সিলভা ২ এবং দিমুথ করুনারাত্নে নিয়েছেন ১টি উইকেট।
এসএএস/পিআর